header banner

রবি শাস্ত্রীর পর ভারতীয় দলের কোচ হতে চলেছেন রাহুল দ্রাবিড়

article banner

এতোদিন ভারতীয় দলের দায়িত্ব সামলেছেন রবি শাস্ত্রী। কিন্তু তারপর কে আসতে চলেছেন ভারতীয় দলের দায়িত্বে? অবশেষে মিলল প্রশ্নের উত্তর। এতদিন জাতীয় অ্যাকাডেমির দায়িত্ব ছিল তাঁদের কাঁধে। যোগ্যভাবেই সেই দায়িত্ব সামলেছেন তারা। এ বার সেই জুটির হাতেই ভারতীয় দলের দায়িত্ব তুলে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও বিসিসিআই। রবি শাস্ত্রীর পর ভারতীয় দলের কোচ হচ্ছেন রাহুল দ্রাবিড় এবং বোলিং কোচ হতে চলেছেন পরেশ মামব্রে। বিসিসিআই-এর এক কর্তা তেমনটাই জানিয়েছেন এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে। স্বাভাবিক ভাবেই এহেন খবরে খুশি হয়ে উঠেছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। 

{link}
ভারতীয় বোর্ডের সেই কর্তা বলেন,”দ্রাবিড় জানিয়েছেন তিনি ভারতীয় দলের পরবর্তী কোচ হতে তৈরি, জাতীয় অ্যাকাডেমির দায়িত্ব কিছু দিনের মধ্যেই ছেড়ে দেবেন তিনি।” উল্লেখযোগ্যভাবে ভারতীয় দলের কোচ হিসেবে রবি শাস্ত্রীর মেয়াদ শেষ হচ্ছে আসন্ন টি-২০ বিশ্বকাপের পরেই। তার সাথেই দায়িত্ব ছাড়বেন ভরত অরুনরাও। এরপর কে সামলাবেন দায়িত্ব? প্রশ্নের উত্তরে উঠে আসছিল একাধিক নাম। শেষ পর্যন্ত ভারতের পরিচিত সেই ‘দ্যা ওয়াল’-এর হাতেই উঠতে চলেছে এই গুরু দায়িত্ব। 

{link}
ভারতের জাতীয় দল ও আইপিএল-এ ভালো পারফরমেন্স করতে থাকা একাধিক যুব প্রতিভার উদয় ঘটেছে এই রাহুল দ্রাবিড়ের হাত ধরে। যুব প্রতিভারা নিজেই জানিয়েছেন সেই কথা। বেশ কয়েক বছর ধরে জাতীয় অ্যাকাডেমি, অনূর্ধ্ব-১৯ এবং ভারত এ দলের দায়িত্ব সামলেছেন দ্রাবিড়। একাধিক তরুণ প্রতিভা খুঁজে এনেছেন। ভারতীয় দলের হয়ে নামার আগেই তরুণ ক্রিকেটারদের আন্তর্জাতিক স্তরে খেলার জন্য তৈরি করে দিয়েছিলেন দ্রাবিড়। এবার তার হাতেই উঠতে চলেছে ভারতীয় দলের প্রধান কোচের দায়িত্ব। আসন্ন সময়ে ভারতীয় ক্রিকেটের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে তার উপরেই ভরসা করছে বিসিসিআই। 
{ads}

news sports Sourav Ganguly Rahul Dravid Cricket Indian cricket team BCCI Coach Ravi Sashtri Virat Kohli West Bengal India খেলা ক্রিকেট ভারত

Last Updated :