header banner

আজ টি ২০ বিশ্বকাপের পাকিস্তানের বিরুদ্ধে মহারন, কতোটা এগিয়ে ভারতীয় দল?

article banner

ভারত পাকিস্তান ম্যাচ মানেই সেটা শুধু খেলার মাঠের লড়াই নয়, কার্যত এক যুদ্ধ। যে যুদ্ধে দুই পক্ষের এক পক্ষও কোনভাবেই পরাজিত হতে চায় না কোনভাবেই। আন্তর্জাতিক ক্ষেত্রে এই দুই দেশের সম্পর্ক খুব একটা ভাতৃত্বের নয় একেবারেই। কার্যত দুই দেশই দুই দেশের শত্রু সে কথা আর আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন পড়ে না। সেই কারনেই খেলার মাঠে এই দুই দলের লড়াই এক অন্য মাত্রা লাভ করে। আজ ভারত ও পাকিস্তান এই দুই দল মুখোমুখী হবে টি-২০ বিশ্বকাপের মঞ্চে। কতোটা এগিয়ে ভারত? 


উল্লেখযোগ্যভাবে পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক মঞ্চে ভারতের রেকর্ড অনেকটাই ভারতেই পক্ষেই। সেই কারনেই টিম ইন্ডিয়া বরাবরই পড়শি দেশের বিরুদ্ধে নামার আগে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামে। আজকের এই হাইভোল্টেজ ম্যাচ নিয়ে ক্যাপ্টেন কোহলির মন্তব্য,”আমরা ভাল দল। দলে ভারসাম্য আছে। আমরা ভালমতো প্রস্তুত। এখন শুধু নিজেদের দায়িত্ব বুঝে নেওয়ার এবং মাঠে গিয়ে পরিকল্পনাগুলো বাস্তব করে নেওয়ার পালা।” 

{link}
এবছরের টি২০ বিশ্বকাপের শক্তিশালী দলগুলির মধ্যে অন্যতম একটি দল ভারত। দুরন্ত ব্যাটিং লাইনআপ তার সাথে ফর্মে থাকা ওলরাউন্ডার এর পাশাপাশি বিপক্ষের শিবিরে আতঙ্কের ঝড় তুলে দেওয়ার মতো বোলিং রয়েছে ভারতীয় দলে। বিরাট কোহলি, রোহিত শর্মা, লোকেশ রাহুলের মতো অভিজ্ঞ ব্যাটসম্যানের সাথে রয়েছেন সূর্যকুমার যাদব, ঈশান কিষানের মতো তরুন প্রতিভা। শার্দুল ঠাকুরের দুরন্ত ফর্মের উপর বিশেষভাবে লক্ষ্য থাকবে ইন্ডিয়ার টিম ম্যানেজমেন্টের। বোলিং অ্যাটাকে জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমারের মতো অভিজ্ঞ নাম রয়েছে। রবীন্দ্র জাদেজা ও অশ্বিনের মতো নির্ভরযোগ্য স্পিনারও রয়েছেন তবে এই সবেই মধ্যেই ভারতীয় দলের চিন্তার কারন উঠতে পারে হার্দিক পান্ডিয়ার অফ ফর্ম এবং আগের বিশ্বকাপ গুলির খারাপ পরিসংখ্যান। 


শেষবার ভারতীয় দলের হাতে টি ২০ বিশ্বকাপের ট্রফি উঠেছিল ২০০৭ সালে, মহেন্দ্র সিং ধোনীর নেতৃত্বে। তারপর থেকে আর এই ট্রফির স্বাদ পায়নি ভারতীয় দল। সেই মহেন্দ্র সিং ধোনীই এবার ভারতীয় দলে ফিরেছেন মেন্টর হয়ে। তার পাশাপাশি এটি অধিনায়ক হিসেবে বিরাট কোহলির শেষ বিশ্বকাপ। এই প্রতিযোগীতার অভিযান চ্যাম্পিয়ান হয়েই শেষ করুক ভারতীয় দল, সেটাই চাইছেন আপামর ভারতীয় ক্রিকেট দলের সমর্থকেরা। আজ জয় দিয়েই টি ২০ বিশ্বকাপের অভিযান শুরু করতে বদ্ধপরিকর ভারতীয় দল। ভারতীয় সময় খেলা শুরু সন্ধ্যা সাড়ে সাতটায়। 
{ads}

news sports T-20 world cup India Pakistan IND vs PAK cricket international Virat Kohli Babar Azam ICC UAE match খেলা সংবাদ ক্রিকেট টি ২০ বিশ্বকাপ ভারত পাকিস্তান

Last Updated :