header banner

এক্সট্রাটাইমের শেষ লগ্নের গোলে সুইডেনকে হারিয়ে ইউরো কাপের শেষ আটে ইউক্রেন

article banner

টান টান উত্তেজনা, সর্বস্ব দিয়ে লড়াই। একদল প্রানপনে চেষ্টা করছে দশ জনে লড়াই চালিয়ে গিয়ে গোল আটকানোর। আর অন্য দলের লক্ষ্য বল জালে জড়িয়ে দিয়ে জয় ছিনিয়ে নেওয়া। বিপুল লড়াইয়ের প্রায় শেষ লগ্নে এসে জয় হল দ্বিতীয় দলের। ১২০ মিনিটের পরে চলতে থাকা অতিরিক্ত সময়ে বল জড়িয়ে গেল জালে। নাটকিয় ভাবে শেষ হল ইউরো কাপের শেষ ১৬-র শেষ ম্যাচ। সুইডেন কে পরাস্ত করে শেষ আটে খেলার যোগ্যতা অর্জন করল ইউক্রেন। 

{link}

ইউরো এইবারে ফুটবলপ্রেমীদের নিরাশ করেনি এক ফোঁটাও। প্রত্যেক ম্যাচেই উপহার দিয়েছে টানটান উত্তেজনা ও অসামান্য ফুটবলের। এই ম্যাচেও তার ব্যাতিক্রম ঘটেনি। প্রথমার্ধে দুই দলই একটি করে গোল পায়। প্রথমে গোল করে ইউক্রেন ও পরে সমতা ফেরায় সুইডেন। দ্বিতীয়ার্ধে বারে লাগে দুই দলেরই একাধিক শট। কিন্তু এই সময়ে অনেক বেশী সঙ্ঘবদ্ধ দেখিয়েছিল সুইডেন কে। ৯০ মিনিটেও খেলার ফলাফল ১-১ থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ৯৯ মিনিটের মাথায় লালকার্ড দেখেন ড্যানিয়েলসন। এখান থেকেই ঘুরে যায় খেলা। দুই দলই আপ্রান চেষ্টা করলেও শেষ পর্যন্ত শেষ হাঁসি হাঁসে উইক্রেন। তবে দশজনের সুইডেনের লড়াইয়েরও তারিফ না করে পারা যাবে না। কিন্তু খেলা মানেই তো তাই, হার জিত তো থাকবেই।

{ads}

News sports football Ukrain Sweden Ukrain vs Sweden Euro 2020 match result Round of 16 খেলা ফুটবল ইউরো কাপ

Last Updated :