header banner

টি-২০ বিশ্বকাপের ফাইনালে আজ মুখোমুখি অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড, কার হবে অপেক্ষার অবসান?

article banner

একদিকে অস্ট্রেলিয়া অন্যদিকে নিউজিল্যান্ড। এই দুই দেশের মধ্যে আজ টি-২০ বিশ্বকাপের ফাইনালে ট্রফির লড়াই। ঠিক যেমন ভারত ও পাকিস্তান দুই প্রতিবেশী দেশ হলেও তাদের মধ্যে খেলার মাঠেই হোক বা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেই হোক খুব একটা সুখকর সম্পর্ক নয়। ক্রিকেটের ময়দানেও যে ছবিটা চোখে পড়ে ভারত ও পাকিস্তানের মধ্যে সেই একই লড়াইয়ের ছবি চোখে পড়ে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যেও। দুই দেশই একে অপরের বিরুদ্ধে পরাজয় টা খুব একটা পছন্দ করে না। সেহেতু আজ একটা অন্যতম শ্রেষ্ঠ বিশ্বকাপ ফাইনালের স্বাদ পেতে চলেছে বিশ্বব্যাপী ক্রিকেটপ্রেমীরা। 

{link}
প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ড পরাজিত করেছে এই টুর্নামেন্টের অন্যতম হট ফেভারিট দল ইংল্যান্ডকে। দুরন্ত খেলেছিলেন ডাইরেল মিটচেল, ৪৭ বলে ৭২ রান করে ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছিলেন তিনি। তার সাথে দুরন্ত ছন্দে খেলেছিলেন জিমি নিশামও। তাদের দাপটেই ম্যাচ জয় করে নিউজিল্যান্ড, নইলে অধিকাংশ ক্রিকেট বিশেষজ্ঞেরই ধারনা ছিল এবার ট্রফি তুলতে চলেছে ইংল্যান্ডই। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালেও এবার টুর্নামেন্টের শুরু থেকেই পাকিস্তানের দাপুটে খেলার কারনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাবর আজমের দলকেই এগিয়ে রেখেছিল অধিকাংশ ক্রিকেটপ্রেমীরাই। পাকিস্তানের প্রথম ইনিংসের শেষে যখন স্কোরবোর্ডে ১৭৬ রান, তখনও অধিকাংশ ক্রিকেটপ্রেমীরা ধরে নিয়েছিলেন খেলা চলে গিয়েছে পাকিস্তানের পক্ষেই। কিন্তু সেই ম্যাচেও ম্যাথু ওয়েড, ওয়ার্নার, স্টইনিশের দাপটে ম্যাচ জয় করে নেয় অস্ট্রেলিয়া। আজকের ম্যাচেও দুই দলের ক্ষেত্রেই এই সমস্ত খেলোয়াড়দের উপর বিশেষ নজর থাকবে। 

{link}
বিশ্বকাপে পাঁচবার ট্রফিতে হাত দিয়ে সক্ষম হয়েছে অস্ট্রেলিয়া, সাদা বলের ক্রিকেটে সবকটি বিশ্বকাপই এসেছে ওয়ানডে বা ৫০ ওভারের বিশ্বকাপে। আজ পর্যন্ত টি-২০ বিশ্বকাপ জয় করতে সক্ষম হয়নি অস্ট্রেলিয়া। অন্যদিকে অস্ট্রেলিয়ার কাছেই ২০১৫ সালে ফাইনালে পরাজিত হয়ে ট্রফি হারিয়েছিল নিউজিল্যান্ড। আইসিসির টেস্ট চ্যাম্পিয়ানশিপ ছাড়া আইসিসির কোন বড়ো ট্রফি আসেনি নিউজিল্যান্ডের ঘরে। শেষবার না পরাজিত হয়েও খোয়াতে হয়েছে বিশ্বকাপ। সেই জ্বালা, সেই অপেক্ষার অবসান আজ হবে কি? 
{ads}

news sports cricket Australia New Zealand T-20 World Cup Aus vs Nz Final International UAE Trophy ICC খেলা ক্রিকেট

Last Updated :