header banner

কাপ জয়ের স্বপ্ন অধরাই কিউইদের, ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

article banner

১৫, ১৯ এর পর ২১-এও অপেক্ষার অবসান ঘটল না নিউজিল্যান্ডের। টি-২০ বিশ্বকাপের ফাইনালেও স্বপ্নভঙ্গ হল কিইউয়িদের।  রবিবারের ক্রিকেট বিশ্বকাপে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত কেন উইলিয়ামসনের দল। ১৫ সালের ক্রিকেটের ওয়ানডে বিশ্বকাপের পর এবারেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ হাঁসি হাঁসল অজি দল। 

{link}
হাইভোল্টেজ ফাইনালে আজ শুরু থেকেই ম্যাচে দাপট দেখিয়েছিল অস্ট্রেলিয়া। এমনকি টসও গিয়েছিল তাদের পক্ষেই। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। শুরুটা ভালো হলেও সেমিফাইনালের নায়ক মিটচেল ফিরে যান মাত্র ১১ রান করেই। নিউজিল্যান্ডের হয়ে দুরন্ত লড়াই চালিয়ে যান কেন উইলিয়ামসন। একসময় দেখে মনে হচ্ছিল নিজের শতরান সম্পূর্ণ করে তবেই মাঠ ছাড়বেন। কিন্তু মাত্র ৪৮ বলে ৮৫ রান করেই ইনিংসের সমাপ্তি ঘটে উইলিয়ামসনের। তার ও গাপ্তিলের করা ২৮ রান ও জিমি নিশামের ৭ বলে ১৩ রানের ইনিংসের সুবাদে প্রথম ইনিংসে নিউজিল্যান্ড তোলে ৪ উইকেটের বিনিময়ে ১৭২ রান। 

{link}
রান তাড়া করতে নেমে শুরু থেকেই দাপুটে ব্যাটিং করতে শুরু করে অস্ট্রেলিয়া। শুরুতে স্কোরবোর্ডে মাত্র ১৫ রানের মাথায় ফিঞ্চ আউট হলেও সেই চাপ দলের উপর পড়তে দেননি ডেভিড ওয়ার্নার। তার যোগ্য সঙ্গত দেন মিচেল মার্শ। ৩৮ বলে ৫৩ রানের ইনিংস খেলেন ওয়ার্নার। আর ফাইনালের মূল নায়ক মিচেশ মার্শই। তার ৪৫ বলে ৭০ রানের ইনিংসেই খেলার মোড় ঘুরে যায় অস্ট্রেলিয়ার দিকে। ১৮ বলে ২৮ রান করেন গ্লেন ম্যাক্সওয়েল। ১৮ ওভার ৫ বলেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় অস্ট্রেলিয়া। 

{link}
ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন মিচেল মার্শ ও টুর্নামেন্টের সেরা নির্বাচিত হয়েছেন ডেভিড ওয়ার্নার। ৫ বার ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপের পর এবার প্রথম টি-২০ বিশ্বকাপের পদকও ঝুলিতে ঢুকল অস্ট্রেলিয়ার। কেন তারা ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা দল, তা আরও একবার প্রমান করে দেখালো অজিরা। 

{ads}

news sports cricket ICC T-20 World Cup Final New Zealand Australia Champions Aus vs NZ international খেলা ক্রিকেট অস্ট্রেলিয়া

Last Updated :