header banner

এজবাস্টন টেস্টের ধাক্কা সামলে আজ ইংল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজে নামছে ভারত

article banner

নিজস্ব সংবাদদাতাঃ এজবাস্টনের শেষ টেস্টে কার্যত জয়ের স্বাদ পাওয়ার পরেও শেষ পর্যন্ত জয় পায়নি ভারতীয় ক্রিকেট দল। অবিশ্বাস্যভাবে পরাজিত হওয়ার গ্লানি এখনও ভোগাচ্ছে ভারতীয় ক্রিকেট দল কে। যদিও এর মধ্যেই বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারত ও ইংল্যান্ডের তিন ম্যাচের টি-২০ সিরিজ। রোহিত শর্মা কোভিডের ধাক্কা সারিয়ে দলে ফিরছেন, যে জলে ফেরা দলকে বাড়তি অক্সিজেন প্রদান করছে বলে বিশেষজ্ঞদের মতামত। 

{link}
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে দলে ছিলেন না রোহিত শর্মা, কোভিডের কারনে বাদ পড়েছেন দল থেকে। তার বদলে টেস্ট সিরিজে দল কে নেতৃত্ব দেন জসপ্রিত বুমরাহ। শেষ টেস্টে দুরন্ত শুরু করার পর কার্যত জয়ের স্বাদ পেয়ে গিয়ছিল ভারতীয় দল। কিন্তু নিজেদের চতুর্থ ইনিংসে দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়ে ৩৭৮ রান তাড়া করতে নেমে অবিশ্বাস্যভাবে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড দল। যে হারের কথা হয়ত স্বপ্নেও ভাবেনি ভারতীয় দল। এজবাস্টনে ইতিহাস গড়ার স্বপ্ন অধরাই রয়ে যায় টিম ইন্ডিয়ার। 

{link}
এই ধাক্কা সামলেই আজ ইংল্যান্ডের দেশের মাটিতে টি ২০ সিরিজ খেলতে নামছে ভারত। যে ইংল্যান্ড দলের নবনির্বাচিত অধিনায়ক হয়েছেন দুরন্ত ছন্দে থাকা জস বাটলার। যার শেষ আইপিএল-এ দুরন্ত পারফরমেন্স রয়েছে। সাউদাম্পটন টি-টোয়েন্টিতে ভারতের কোচিংয়ের দায়ভার সামলাবেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণ। রাহুল দ্রাবিড় নন। এ দিন ভিভিএসের সঙ্গে লম্বা সময় আলোচনা করতে দেখা যায় রোহিতকে। কারন কয়েকদিন পরেই এই বছরে রয়েছে টি-২০ বিশ্বকাপ, এই সিরিজ কার্যত বিশ্বকাপের পূর্বে ভারতীয় ক্রিকেট দলের মহড়া। ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় ইঙ্গিত দিয়ে গিয়েছিলেন যে, ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ শেষ হলেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল গুছিয়ে নিতে চান। রোহিতও সেটা বলে গেলেন। বললেন, “সামনেই বিশ্বকাপ। আর সে দিক থেকে দেখতে গেলে এই সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্য এখন থেকে খেলা প্রতিটা ম্যাচই তাই।” 

{link}
ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে রোহিত শর্মা বলেন, “টেস্ট সিরিজ আমাদের জেতা উচিত ছিল। এজবাস্টন টেস্ট হারাটা অত্যন্ত হতাশজনক। সময়ই বলবে, এই টেস্ট হারের প্রভাব ওয়ান ডে বা টি-টোয়েন্টি সিরিজে পড়বে কি না?” এই টি ২০ সিরিজ থেকে এখন আগামী বিশ্বকাপ টিমের ব্লু প্রিন্ট বের করে নেওয়া সম্ভব হয় কি না। জয়ের লক্ষ্য নিয়েই নামবে ভারত তা স্পষ্ট, জয়া আসে কি না তাই দেখার বিষয়। 
{ads}

news sports cricket India England t-20 series Rohit Sharma Jos Butler India International সংবাদ

Last Updated :