header banner

অসময়ে নক্ষত্রপতন, মাত্র ৫২ বছর বয়সে প্রয়াত কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্ন

article banner

নিজস্ব সংবাদদাতাঃ ক্রিকেট দুনিয়ায় নক্ষত্রপতন। যে মানুষটি ক্রিকেটের পিচ কে চিনিয়েছিলেন কে লেগ স্পিন কতোটা ভয়ঙ্কর হতে পারে, যার স্পিন বোলিং দেখতে এককথায় মুগ্ধ ছিল ক্রিকেট বিশ্ব সেই শেন ওয়ার্ন বিদায় নিলেন পৃথিবী থেকে। 

{link}
শুক্রবার সকালেই খবর ছড়িয়ে পড়ে অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেট কিপার রডনি মার্শ প্রয়াত হয়েছেন। সন্ধে নামতেই আরও একটি দুঃসংবাদ ক্রিকেটদুনিয়াকে বিধ্বস্ত করে দিল। অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্ন (Shane Warne) আচমকাই প্রয়াত হলেন। থাইল্যান্ডের কো সামুইয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। ওয়ার্নের ম্যানেজমেন্টের তরফে জানানো হয়, হৃদরোগের কারণেই মারা গিয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার। ম্যানেজমেন্টের তরফে এমনও লেখা হয়েছে, সাড়া দিচ্ছেন না ওয়ার্ন। চিকিৎসকদের মরিয়া চেষ্টা সত্ত্বেও ওয়ার্নকে বাঁচানো সম্ভব হয়নি। এতো কম বয়সে এহেন একজন কিংবদন্তির প্রয়ানে শোকস্তব্ধ সারা পৃথিবীব্যাপী ফুটবলপ্রেমীরা। প্রাক্তন ও বর্তমানের প্রায় সমস্ত ক্রিকেটাররাই এই প্রয়ানের খবর জানার পর নেট দুনিয়ায় শোকপ্রকাশ করেছেন। 

১৫ বছর ধরে মাতিয়েছেন ক্রিকেট  মাঠ। এই ১৫ বছরের ক্রিকেটজীবনে খেলেছেন ১৪৫ টি টেস্ট ম্যাচ। খেলেছেন ১৯৪টি ওয়ানডে। ১৪৫টি টেস্ট ম্যাচ থেকে ওয়ার্ন সংগ্রহ করেছেন ৭০৮টি উইকেট। ১৯৪টি ওয়ানডে থেকে কিংবদন্তি লেগ স্পিনারের ঝুলিতে ২৯৩টি উইকেট। ১৯৯৩ সালের অ্যাশেজ সফরে ইংল্যান্ডের ব্যাটসম্যান মাইক গ্যাটিংকে যে বলে বোল্ড করেছিলেন তা শতবর্ষের সেরা ডেলিভারি হিসেবে খ্যাত।

বাস্তবিকভাবেই ক্রিকেটের ইতিহাসে অন্যতম কিংবদন্তি ছিলেন শেন ওয়ার্ন। মাত্র ৫২ বছর বয়সে তার প্রয়াত হওয়ার খবর অত্যন্ত বেদনাদায়ক। কিন্তু তিনি ক্রিকেটের মাঠে যে সমস্ত ইতিহাস লিখে রেখে গেছেন, তা অক্ষত থাকবে চিরকাল। 

{ads}

news sports cricket Shane Warne Austrailia Spinner leg spinner death International সংবাদ শেন ওয়ার্ন

Last Updated :