header banner

দুরন্ত প্রত্যাবর্তন, মাজিয়াকে ৩-১ গোলে পরাজিত করে এএফসি কাপে গ্রুপ শীর্ষে মোহনবাগান

article banner

দুরন্ত প্রত্যাবর্তন, আর সেই প্রত্যাবর্তনের হাত ধরেই এএফসি কাপে টানা দুই ম্যাচে ছয় পয়েন্ট ছিনিয়ে নিল এটিকে মোহনবাগান। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে পড়েও ৩-১ গোলে ম্যাচ শেষে মাজিয়াকে পরাজিত করে ফের গ্রুপ শীর্ষে উঠে এলো সবুজ মেরুন।

ভারতীয় সময় রাত সাড়ে নটায় মাজিয়ার ঘরের মাঠে এএফসি কাপে নিজেদের ম্যাচ খেলতে নেমেছিল এটিকে মোহনবাগান। মাজিয়ার বিরুদ্ধে এদিন ৩-৫-২ ফর্মেশনে দল সাজিয়েছিলেন কোচ আন্তোনিও লোপেজ হাবাস। যদিও প্রধমার্ধে শুরু থেকেই ছন্নছাড়া ফুটবল খেলতে শুরু করে এটিকে মোহনবাগান। চোখে পড়তে থাকে বোঝাপড়ার অভাব ও একের পর এক মিসপাস। অন্যদিকে এই সময় অনেকটা সঙ্ঘবদ্ধ দেখাচ্ছিল মাজিয়ার দলকে। ছন্নছাড়া ফুটবল খেলার ফলও হাতেনাতে পায় মোহনবাগান। ম্যাচের ২৫ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে ১-০ গোলে এগিয়ে যায় মাজিয়া। প্রথমার্ধে খেলায় ছন্দে ফিরতে ব্যার্থই হয় মোহনবাগান। প্রথমার্ধ শেষ হয় ১-০ ফলাফলেই।
{link}

তারপরেই দ্বিতীয়ার্ধে পালটে যায় ম্যাচের ছবি। শুরু থেকেই দুরন্ত ফুটবল খেলতে শুরু করে মোহনবাগান। ম্যাচের ৪৮ মিনিটের মাথায় গোল করে দলকে সমতায় ফেরান লিস্টন কোলাসো। এরপরেই জয়ের জন্য মরিয়া সবুজ মেরুনের একের পর এক আক্রমন আছড়ে পড়তে থাকে প্রতিপক্ষের ডিফেন্সের উপর। ৬৩ মিনিটের মাথায় লিস্টন কোলাসোর বল গোলকিপার সেভ দিলেও রিবাউন্ড হয়ে আসা বল নিখুঁত দক্ষতায় জালে জড়িয়ে দেন রয় কৃষ্ণ। ম্যাচে ২-১ গোলে এগিয়ে যায় মোহনবাগান। এরপর ৭৭ মিনিটের মাথায় গোল করে গোলের ব্যাবধান বাড়িয়ে দেন মনবীর সিং। শেষ দিকে দুই দলই চেষ্টা করলেও আর গোল করতে ব্যার্থ হয়। ম্যাচে বিশেষ দৃষ্টি আকর্ষন করেছেন পরিবর্তন হিসেবে মাঠে নামা হুগো বুমোস। তার ও আশুতোষ মেহেতার মাঠে নামার পরেই খেলায় বেগ আরও অনেক বাড়িয়ে তুলেছিল সবুজ মেরুন। 


উল্লেখযোগ্যভাবে এই ম্যাচে জয়লাভ করার ফলে বর্তমানে নিজেদের গ্রুপ শীর্ষে উঠে এলো এটিকে মোহনবাগান। দুই ম্যাচে তাদের সংগ্রহ ৬ পয়েন্ট। দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশের দল বসুন্ধরা কিংস(৪ পয়েন্ট)। পরবর্তী ম্যাচে মোহনবাগানের প্রতিপক্ষ হবে এই দলটিই। অন্যদিকে আজকেও জয়লাভ করতে ব্যার্থ হওয়ায় কার্যত নক আউটে যাওয়ার দৌড় বড়োসড়ো ধাক্কা খেয়েছে।
{ads}

News sports football AFC Cup ATK Mohun Bagan Maziya Roy Krishna International খেলা ফুটবল এটিকে মোহনবাগান

Last Updated :