দুই পড়শি দেশের ফুটবল ক্লাবের মধ্যে লড়াই, যে লড়াই দেখতে মুখিয়ে ছিল দুই বাংলার মানুষই। পশ্চিমবঙ্গ ও বাংলাদের, এই দুই বাংলার দুটি দল এটিকে মোহনবাগান ও বসুন্ধরা কিংস আজ মুখোমুখি হয়েছিল এএফসি কাপের গ্রুপ পর্বের ম্যাচে। শেষ পর্যন্ত কোন দলই তার সমর্থকদের আশাভঙ্গ করেনি। নির্ধারিত সময়ে খেলা শেষ হয়েছে ১-১ স্কোরলাইনে।
{link}
আজকে খেলার শুরুতেই একটা চমক দেয় বাংলাদেশের দল বসুন্ধরা কিংস। ম্যাচের ২৮ মিনিটের মাথায় ১-০ গোলে এগিয়ে যায় তারা। এই সময় বেশ চনমনে দেখাচ্ছিল ওই দলের ফুটবলারদের। কিন্তু তাদের খেলোয়াড় সুশান্ত প্রথমার্ধ শেষ হওয়ার কিছু আগেই লাল কার্ড দেখেন। দ্বিতীয়ার্ধে শুরু থেকেই দশ জনে খেলতে থাকা বসুন্ধরার টিমের উপর চাপ সৃষ্টি করে মোহনবাগান। তাদের একের পর এক আক্রমন এসে আছড়ে পড়তে থাকে বসুন্ধরার ডিফেন্সে। উল্টো দিক থেকে দুরন্ত কাউন্টার অ্যাটাক বা প্রতি আক্রমনও তুলে আনছিল বসুন্ধরা কিংস। ম্যাচের ৬২ মিনিটে গোল করে মোহনবাগান কে সমতায় ফেরান ডেভিড উইলিয়ামস। শেষ দিকে দুই দলই একাধিক আক্রমন গড়ে তুললেও শেষ পর্যন্ত গোলের জালে বল জড়াতে ব্যার্থ হয়। নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ১-১ স্কোরলাইনেই। আজকে দশ জনে খেলা বসুন্ধরা কিংস-এর লড়াই বাস্তবিক ভাবেই মন কেড়েছে বহু ফুটবলপ্রেমীর।
{link}
আজ এএফসি কাপের নক আউট পর্বে যাওয়ার জন্য প্রয়োজন ছিল ১ পয়েন্টের। সেই কাঙ্খিত ১ পয়েন্টই মোহনবাগানকে এনে দিয়েছেন ডেভিড উইলিয়ামস। যার ফলে আজ গ্রুপ পর্বের লড়াই শেষে টানা তিন ম্যাচ অপরাজিত থেকে সর্বাধিক পয়েন্ট নিয়ে গ্রুপে প্রথম স্থানে শেষ করল সবুজ মেরুন। নকআউটে সেন্ট্রাল জোনের চ্যাম্পিয়নের বিরুদ্ধে খেলবে এটিকে মোহনবাগান।
{ads}