header banner

দেশ থেকে পালাতে গিয়ে বিমান থেকে পড়ে মৃত্যু যুব আফগান ফুটবলারের

article banner

এই কয়েকদিন আগের ঘটনা, তালিবান আফগানিস্তান দখলের পর একের পর এক ভয়াবহ ছবি ছড়িয়ে পড়েছিল বিশ্বজুড়ে। তারই মধ্যে একটি ছবি ছিল আফগানিস্তানের কাবুল বিমানবন্দরের। যেখানে বহু মানুষ যেভাবে পারেন বিমানে চড়ে দেশ থেকে পালাতে চাইছিলেন। তারপরেই আসে আরও একটি ভিডিও যেখানে দেখা যায় বিমান থেকে পড়ে যাওয়ার ভয়াবহ দৃশ্য। যে দৃশ্য দেখে আঁতকে উঠেছিলন পৃথিবীব্যাপী বহু মানুষ। 

{link}
তালিবানি আতঙ্ক থেকে বাঁচতে যারা মার্কিন যুদ্ধবিমানের গায়ে নিজেদের বেঁধে নিয়েছিল, আশা ছিল কোনও রকমে আফগানিস্তান ছাড়তে পাড়লেই তালিবানের হাত থেকে অন্তত প্রাণটা বাঁচানো যাবে। সেদিন মার্কিন সেনার C-17 যুদ্ধবিমান থেকে খসে পড়েছিলেন তিনজন। তাঁদের মধ্যেই একজন জাকি আনওয়ারি (Jaki Anwari)। আফগানিস্তান জাতীয় দলের ফুটবলার। আফগান সরকারি সংবাদ সংস্থাই জাকির মৃত্যুর খবর জানিয়েছে। 


জাকি আনওয়ারি আসলে আফগানিস্তান যুব দলের ফুটবলার। সোমবার হাজারো আফগানের মতো তিনিও কাবুল বিমানবন্দরে ভিড় করেছিলেন দেশ ছাড়ার জন্য। আফগানিস্তান থেকে কানাডায় পাঠানো হবে ২০ হাজার জনকে। সেখানেই আশ্রয় পাবেন তাঁরা। এই গুজব সম্ভবত তাঁর কানেও গিয়েছিল, সম্ভবত সেকারণেই কাবুল বিমানবন্দরে গিয়েছিলেন তিনি। কিন্তু আরও হাজার হাজার আফগানের মতো তিনিও বিমানে উঠতে পারেননি। কিন্তু দেশ ছাড়ার আশা ছাড়েননি। বসে পড়েন মার্কিন বিমানের চাকার উপর। বিমানটি টেক-অফ করার কিছুক্ষণ পরই মাঝ আকাশ থেকে খসে পড়তে দেখা যায় তাঁকে। তাঁর মতো আরও দুই তরুণ বসেছিলেন মার্কিন C-17 যুদ্ধবিমানের চাকার উপর। মাটিতে খসে পড়েন তাঁরাও। প্রান হারান পৃথিবীর বুকের তিন তাজা প্রান, যাদের মধ্যে একজন ছিলেন এই প্রতিভাবান ফুটবলার জাকি আনওয়ারি।

 {link}
উল্লেখযোগ্যভাবে তালিবান আফগানিস্তান দখলে নিয়ে নেওয়ার কারনে বর্তমানে প্রায় বিপর্যস্ত হওয়ার পথে সেই দেশের ক্রীড়া জগৎ বহুদিন আগেই দেশের পাশে দাড়াঁনো জন্য বিশ্বের কাছে সাহায্য প্রার্থনা করেছিলেন আফগানিস্তানের ক্রিকেটার রশিফ খান। তারপরেই এহেন এক যুব প্রতিভার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়া জগতে। আফগানিস্তানের ক্রীড়ামহলের ভবিষ্যৎ কি তাহলে? প্রশ্ন উঠছে এখানেই।

{ads} 

news sports football Afghanistan Taliban Zaki Anwari International খেলা সংবাদ আফগানিস্তান জাকি আনওয়ারি

Last Updated :