header banner

নাটকীয় ম্যাচ শেষে লুকাস প্যাকুয়েতার গোলে চিলিকে হারিয়ে সেমিফাইনালে ব্রাজিল

article banner

নাটকীয় ম্যাচ শেষে কোপা আমেরিকায় সেমিফাইনালের টিকিট পাকা করল তিতে-র ব্রাজিল। চিলির বিরুদ্ধে ১-০ গোলের ব্যাবধানে জয়লাভ করেছে তারা। যদিও ম্যাচটি খুব একটা ভালো ছিলনা দুই দলের ক্ষেত্রেই। ম্যাচের ৪৬ মিনিটে একমাত্র গোলটি করেন লুকাস প্যাকুয়েতা। 

{link}

প্রথমার্ধে খেলার শুরুটা হয়েছিল ভালোই। ব্রাজিলের কোচ তিতে দল সাজিয়েছিলেন ৪-২-৩-১ ফর্মেশনে। অন্যদিকে চিলির কোচ লাসার্তে দল সাজিয়েছিলেন ৫-৩-২ ফর্মেশনে। ৫ জনকে ডিফেন্সে রেখে ব্রাজিলের দুরন্ত আক্রমণ ভাগ আটকানোর পরিকল্পনা করেছিলেন চিলির কোচ। ফলাফলও মেলে। ম্যাচে সেইভাবে দাপট দেখাতে পারেননি ব্রাজিলের আক্রমনভাগের খেলোয়াড়েরা। প্রথমার্ধ শেষ হয় গোলশুন্য ভাবে।

তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই নাটক। ৪৬ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন লুকাস প্যাকুয়েতা। দল এগিয়ে যাওয়ার পরেই ঘটে অঘটন। ৪৮ মিনিটের মাথায় লাল কার্ড দেখেন গ্যাব্রিয়েল জেসুস। যার ফলে দ্বিতীয়ার্ধের ৫ মিনিট অতিক্রান্ত হওয়ার আগেই ১০ জনে পরিনত হয় ব্রাজিল। এখান থেকেই খেলায় অতিরিক্ত ফাউল ও বিশৃঙ্খলা বেড়ে ওঠে। অফসাইডের কারনে বাতিল হয় চিলির একটি গোল ও। শেষ পর্যন্ত ব্রাজিলের গোলের মুখ খুলতে ব্যার্থ হয় চিলি।

{link}

আজকের ম্যাচে জয়ের ফলে সেমিফাইনালে নিজেদের টিকিট পাকা করল আগের বারের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ব্রাজিলের পূর্বের ম্যাচে প্যারাগুয়েকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে পেরু। সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে এই দুই দলই। টানা দুইবার ট্রফি জয় কি সম্ভব করে উঠতে পারবেন নেইমার রা? প্রশ্নের উত্তর জানাবে সময়।

{ads}

news sports football Brazil Chili Neymar jr Brazil vs Chili Copa America খেলা ফুটবল ব্রাজিল কোপা আমেরিকা।

Last Updated :