header banner

ইস্টবেঙ্গলে শৌভিক চক্রবর্তী ও শুভাশিস রায়চৌধুরী, প্রীতম কোটালকে নিয়েও গুঞ্জন

article banner

নিজস্ব সংবাদদাতাঃ দল গঠনের সময় দ্রুত পেরিয়ে যেতে থাকলেও মিটছিল না স্পনশরশিপের সমস্যা। যার ফলে পিছোচ্ছিল দল গঠন। লাল-হলুদ সমর্থকদের মনে এবারেও দেখা দিয়েছিল প্রশ্ন, তবে কি এবারেও শেষ কয়েকবারের ঘটনারই পুনরাবৃত্তি হতে চলেছে? কিন্তু শেষ দিকে এসে দলবদলের বাজারে একের পক এক চমক দিচ্ছে লাল হলুদ। বৃহস্পতিবার দুটি বড়ো খেলোয়াড়ের নাম দলের খাতায় সই করিয়েছেন তারা। একজন হায়দ্রাবাদের রাইটব্যাক সৌভিক চক্রবর্তী, যিনি শেষবার আইএসএলের বিজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন। আর একজন আইএসএল-এর অন্যতম খ্যাতনামা গোলকিপার শুভাশিস রায়চৌধুরী। 

{link}
উল্লেখযোগ্যভাবে ইস্টবেঙ্গল প্রথম চমক দেয় ভারতের প্রাক্তন কোচ স্টিফেন কনস্টানটাইন কে সাক্ষর করিয়ে। ভারতের মাঠের বিপুল অভিজ্ঞতা রয়েছে এই কোচের। দীর্ঘ সময় ভারতের জাতীয় দলের দায়িত্বে ছিলেন তিনি। সেই কারনেই ভারতীয় খেলোয়াড়দের তার প্রতি বিশেষ আকর্ষন তো রয়েছেই। শুভাশিস কার্যত বলা চলে এই কনস্টানটাইনের অন্যতম কাছের একজন শিষ্য ছিলেন। ইস্টবেঙ্গলে তার সই করার পিছনে এটি অন্যতম একটি বড়ো কারন। তাছাড়াও সৌভিক চক্রবর্তীর মতো খেলোয়াড়ের দলে আবির্ভাব বাস্তবিকভাবেই সমর্থকদের মনে আশার নতুন আলো জ্বালাতে শুরু করেছে। 

{link}
আজ মোহনবাগানের পক্ষ থেকে সন্দেশ ঝিংগান কে ছেড়ে দেওয়া হয়েছে। কারন, সেইভাবে কোচ হুয়ান ফার্নান্ডেজ-এর পরিকল্পনায় তিনি নেই। এখন সন্দেশও যদি ইস্টবেঙ্গলে যোগ দেন তাহলে সেটাও খুব একটা অবাক হওয়ার কিছু হবে না বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। কনস্টানটাইন তার পছন্দের খেলোয়াড়দের যে এই ইস্টবেঙ্গলের দলে নিয়ে আসতে সচেষ্ট হবেন তা স্পষ্ট। দলবদলের বাজারে ইস্টবেঙ্গলের নবনিযুক্ত কোচের নাম হিসেবে ‘স্টিফেন কনস্টানটাইন’ যে একটি কি ফ্যাক্টর হয়ে উঠছে তা স্পষ্ট। সেই কারনে শুরু হয়েছে প্রীতম কোটালের ন্যায় খেলোয়াড়দেরও দলে যোগদান করার জল্পনা। নিজেদের ‘লাস্টবয়’ তকমা কি এবার সরাতে সক্ষম হবে লাল-হলুদ শিবির? 
{ads}

news sports football CFL ISL Stephen Constantine Emami East Bengal Team Making India সংবাদ খেলা

Last Updated :