header banner

২৮ বছরের অপেক্ষার অবসান, ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন মেসির আর্জেন্টিনা

article banner

একের পর এক ব্যর্থতার প্রাপ্তি ঘটলেও কোনদিন চেষ্টা ছাড়তে নেই। এই কথাই কোপা আমেরিকা ২০২১-এর প্রতিযোগিতায় আমাদের শিখিয়ে দিয়ে গেল লিওনেল মেসির আর্জেন্টিনা। একের পর এক ফাইনালের হার, চোখে জল নিয়ে মাঠ ছাড়া এই সমস্ত ছবি ছাপিয়ে আজ ছবি আনন্দের আজ ছবি জয়ের। ব্রাজিলকে তাদের ঘরের মাঠে হারিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচের একমাত্র জয়সূচক গোল করেছেন ডি মারিয়া। 

{link}

খেলাটা শুরু হয়েছিল লাতিন আমেরিকার হেভিওয়েট ফাইনালের মতোই। একাধিক ফাউল উচ্চ রক্তচাপ দুরন্ত গতি যে সকল কথা লাতিন আমেরিকার ফুটবলের যে কোন ম্যাচে ফুটবল সমর্থকেরা লক্ষ্য করে থাকে সেই সবই ছিল। অনেকেই ফাইনালে ডি মারিয়া কে শুরু থেকে খেলানোর কথা ধারনা করেছিলেন। সেইমতোই আজ শুরু থেকেই দি মারিয়া কে খেলান কোচ লিওনেল স্কালোনি। আর এই এক চালেই বাজিমাত। ম্যাচের ২১ মিনিটে মাঝমাঠের নিচ থেকে ডি পল এর বাড়ানো বল নিখুঁত দক্ষতায় গোলকিপারের মাথার উপর দিয়ে চিপ করে জালে জড়িয়ে দেন ডি মারিয়া। এই এক গোলই শেষ পর্যন্ত জয়সূচক হয়ে ওঠে আর্জেন্টিনার জন্য। আজ মাঠের মধ্যে আর্জেন্টিনার প্রত্যেকটি খেলোয়াড়ে মধ্যে সেই জয়লাভ করার খিদে টা ছিল। ছিল লড়াকু মনোভাব। কোথাও গিয়ে সেটারই অভাব লক্ষ্য করা গেছে ব্রাজিলের মধ্যে। নেইমার, ক্যাসেমিরো, মারকুইনহোস ছাড়া সেই ব্রাজিলের লড়াই করার মনোভাব সকলের মধ্যে লক্ষ্য করা যায়নি। কয়েকটি সুযোগ এলেও তা আর্জেন্টিনার ডিফেন্স কিংবা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ এর হাতে আটকে গেছে। সেইভাবে আর্জেন্টিনার ডিফেন্সে দাগ কাটতে পারেনি ব্রাজিল। যোগ্য দল হিসেবেই ট্রফি ঘরে তুলেছে আর্জেন্টিনা। 

{link}

আজকের ম্যাচে আর্জেন্টিনা জয়লাভ করুক এটা কোথাও গিয়ে বহু ব্রাজিল সমর্থকও চেয়েছিলেন। আর তাদের এই স্বপ্ন কে স্বার্থক করে দিয়েছেন লিওনেল মেসি। এই টুর্নামেন্টের শ্রেষ্ঠ খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা দুটি পুরস্কারেই নিজের নাম লিখিয়েছেন তিনি। কিন্ত সেই আজীবন তিনি যেই কথা বলে এসেছেন ব্যাক্তিগত সাফল্য নয়, দলগত সাফল্যেরই তার কাছে কদর বেশি। শেষ পর্যন্ত তার হার না মানা লড়াইয়ের সামনে পরাজিত হতে হল নিয়তিকে। এছাড়াও এই জয়ের পিছনে ডি মারিয়া সহ গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ-এর ও বিপুল অবদান রয়েছে। এমিলিয়ানো শ্রেষ্ঠ গোলকিপারও ও নির্বাচিত হয়েছেন। আজকেও বয়েছে চোখের জল, তবে সেই জল আনন্দের... সেই জল স্বপ্নপূরনের।

{ads}

news sports football Copa America Brazil Argentina Messi Neymar Champions খেলা ফুটবল আর্জেন্টিনা মেসি কোপা আমেরিকা

Last Updated :