header banner

দুরন্ত গোলরক্ষক এমিলিয়ানো, টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

article banner

২০১৪ বিশ্বকাপে আর্জেন্টিনার গোলরক্ষক রোমেরোর হাতেই আটকে গিয়েছিল নেদারল্যান্ডস-এর বিশ্বকাপ জয়ের স্বপ্ন। টাইব্রেকারে দুরন্ত সমস্ত সেভ উপহার দিয়েছিলেন তিনি। কোপা-র সেমিফাইনালে আর্জেন্টিনার নতুন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ আর্জেন্টিনা সমর্থকদের ফিরিয়ে দিলেন সেই স্মৃতিই। টাইব্রেকারে এমিলিয়ানোর দুরন্ত পারফরম্যান্স-এর হাত ধরেই কোপা আমেরিকার ফাইনালে লিও মেসির আর্জেন্টিনা। তার অনবদ্য লড়াইয়ে মুগ্ধ ফুটবলপ্রেমীরা। 

যদিও অন্য ম্যাচগুলিতে ঠিক যেভাবে আর্জেন্টিনা শুরু করেছিল। সেমিফাইনালে কলম্বিয়ার বিরুদ্ধেও তার ব্যাতিক্রম হয়নি। ম্যাচে সাত মিনিটেই গোল পেয়ে যায় আর্জেন্টিনা। মেসির অ্যাসিস্ট থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লাউতারো মার্টিনেজ। প্রথমার্ধের খেলা শেষ হয় ১-০ স্কোরলাইনে। 

{link}

দ্বিতীয়ার্ধে শুরু থেকেই আক্রমণ প্রতি আক্রমনে জমে ওঠে খেলা। ৬১ মিনিটে ম্যাচে সমতা ফেরান কলম্বিয়ার লুইস ডিয়াস। ১-১ স্কোরলাইনেই শেষ হয় মূলপর্বের খেলা। অতিরিক্ত সময়েও গোল করতে ব্যার্থ হয় দুই দলই। যদিও বেশ কিছু সহজ সুযোগ নষ্ট করেছিলেন আর্জেন্টিনার আক্রমনভাগের খেলোয়াড়েরা। চোট পেয়ে রক্ত ঝরতে থাকা পা নিয়েই ম্যাচে লড়াই চালিয়ে যান মেসি। টাইব্রেকারে এমিলিয়ানোর তিনটি পেনাল্টি সেভ দেওয়ার মাধ্যমে ফাইনালের টিকিট নিশ্চিত করে নীল-সাদা ব্রিগেড।

{link}

ফাইনালে আর্জেন্টিনা মুখোমুখি হবে ব্রাজিলের। এর থেকে ভালো ফাইনাল কোপায় ফুটবলের ভক্তদের কাছে হতে পারে না। মেসি বনাম নেইমারের লড়াই দেখার কাউন্টডাউন এখন থেকেই শুরু হয়ে গেছে। শেষবার সেমিফাইনালে ব্রাজিলের কাছে পরাজিত হয়েছিল আর্জেন্টিনা। এবারে জিতে সেই প্রতিশোধ কি নিতে পারবে তারা?
{ads}

news sports football Copa America Argentina Messi Colombia semifinal final Brazil

Last Updated :