header banner

ম্যাজিক দুই হ্যারির, ইউক্রেনকে হেলায় হারিয়ে শেষ চারে ইংল্যান্ড

article banner

কয়েক বছর আগে অনুর্ধ ১৭ বিশ্বকাপ খেলতে ভারতে এসেছিল ইংল্যান্ড। স্পেনকে হারিয়ে ট্রফি জয় করেছিল তারা। সেই দলটির মধ্যে যে লড়াকু মনোভাব ও জয়ের খিদে ছিল তাই এখন অনেকটা চোখে পড়ছে এবারের ইউরোর ইংল্যান্ড দলের মধ্যে। রাউন্ড অফ সিক্সটিনে জার্মানিকে পরাজিত করার পর কোয়ার্টার ফাইনালে ইউক্রেনকে হেলায় উড়িয়ে দিল হ্যারি কেনের ইংল্যান্ড। নব্বই মিনিটের খেলার শেষে ৪-০ জয়লাভ করেছেন তারা। 

{link}

আজ ইউক্রেনের বিরুদ্ধে ম্যাচে ৪-২-৩-১ ছকে দল সাজিয়েছিলেন গ্যারেথ সাউথগেট। অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে মেসন মাউন্ট কে রেখে হ্যারি কেন কে সেন্টার ফরোয়ার্ডে রেখে দল সাজিয়েছিলেন ইংল্যান্ডের কোচ। সুফল মেলে ম্যাচ শুরু হওয়ার মাত্র ৪ মিনিটের মথাতেই। গোল করে দলকে এগিয়ে দেন হ্যারি কেন। প্রথমার্ধে খেলা শেষ হয় ১-০ গোলে। দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার গোল পায় ইংল্যান্ড। গোলদাতা হ্যারি, তবে এবারে হ্যারি কেন নয়, এবার হ্যারি মিগুয়ার। এই গোল খাওয়ার পরেই ম্যাচ থেকে নিজেদের ছন্দ হারিয়ে ফেলে ইউক্রেন। সুযোগ পেয়েই ৫০ মিনিটে আরো একটি গোল করেন কেন। আর একটু হলে তার হ্যাটট্রিকও সম্পূর্ন হয়ে যেতে পারত। ইংল্যান্ডের হয়ে ৬৩ মিনিটে শেষ গোলটি করেন পরিবর্ত হিসেবে মাঠে আসা ফুটবলার হ্যান্ডারসন। ৪-০ গোলে শেষ হয় খেলা। 

{link}

সেমিফাইনালে রহিম স্টার্লিং-এরা মুখোমুখি হবেন ক্যাসপার ডোলবার্গের। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে এই দুই দল। থ্রি লায়নস রা কি পারবে নিজেদের ট্রফিরে খরা? প্রশ্নের উত্তর জানতে হলে অপেক্ষা ব্যাতিত আর কিছুই করসা নেই... 

{ads}

News sports football England England vs Ukraine Ukraine Euro Cup 2020 rounf of 8 সংবাদ খেলা ইউরো কাপ ইংল্যান্ড

Last Updated :