header banner

৫৫ বছরের অপেক্ষার অবসান, ডেনমার্ক-কে হারিয়ে প্রথমবার ইউরো কাপের ফাইনালে ইংল্যান্ড

article banner

এক দুই বছর নয়, এতো বছর ধরে আয়োজিত হওয়া ইউরো কাপের ফাইনালে উঠতে ব্যার্থ হয়েছিল ইংল্যান্ড।  অবশেষে ৫৫ বছরের অপেক্ষার অবসান, ডেনমার্ককে সেমিফাইনালে পরাজিত করে ফাইনালে গ্যারেথ সাউথগেটের ইংল্যান্ড। দুরন্ত লড়াই শেষে ইউরোয় স্বপ্নের দৌড় শেষ হল ডেনমার্কের। 

{link}

খেলার শুরুটা হয়েছিল চেনা ছকেই। মূলত ম্যাচটা ছিল ইংল্যান্ডের আক্রমন বনাম ডেনমার্কের রক্ষনভাগের লড়াই। কাউন্টার অ্যাটাকেই দল সাজিয়েছিলেন ডেনমার্কের কোচ। ইংল্যান্ড খেলায় দাপট দেখালেও ডেনমার্কের প্রতিটা প্রতি আক্রমন ছিল অনবদ্য। চমক আসে ম্যাচের ৩০ মিনিটে। ফ্রিকিক থেকে দুরন্ত গোল করে ডেনমার্ক কে এগিয়ে দেন মাইকেল ড্যামসগার্ড। তার করা এই ফ্রিকিকের গোলটি ইউরো ২০২০-র প্রথম এবং এখনও পর্যন্ত হওয়া একমাত্র ফ্রিকিকের গোল। গোল খাওয়ার পরেই আক্রমনে চাপ বাড়ায় ইংল্যান্ড। যদিও এই সময় যথেষ্ট শক্তিশালী দেখাচ্ছিল ডেনমার্কের ডিফেন্স কে। কিন্তু ম্যাচের ৩৯ মিনিটে ডেনমার্কের কাহেরের করা আত্মঘাতী গোলের হাত ধরে ম্যাভে সমতায় ফেরে ইংল্যান্ড। যদীও ক্যাহের মিস করলেও পিছিনে গোলে বল ঠেলার জন্য অপেক্ষা করছিলেন রহিম স্টার্লিং। নির্ধারিত সময়ে ১-১ স্কোরলাইনেই শেষ হয় খেলা।  

 

ফের নাটকিয় পট পরিবর্তন ঘটে অতিরিক্ত সময়ে। ১০৪ মিনিটে পেনাল্টি পায় ইংল্যান্ড। সারা ম্যাচ জুড়ে দুরন্ত খেলতে থাকা ডেনমার্কের গোলরক্ষক শিমিচেল প্রথম শটটি আটকে দিলেও রিবাউন্ড হয়ে আসা বল জালে জড়িয়ে দেন হ্যারি কেন। ২-১ স্কোরলাইনেই ম্যাচ শেষে জয়লাভ করে ইংল্যান্ড। 

{link}

'ইটস কামিং হোম'- ইংল্যান্ড সমর্থকদের স্লোগান বনাম 'ইটস কামিং ট রোম- ইতালি সমর্থকদের লড়াই দেখা যাবে রবিবার। অপেক্ষার অবসান ঘটবে ইংল্যান্ডের? প্রশ্ন সেইখানেই।

{ads}

news. Sports football Euro 2020 England Denmark Semi Final Final Kane. Harry Kane ফুটবল ইউরো কাপ ২০২০ ইংল্যান্ড

Last Updated :