header banner

দুরন্ত লড়াই শেষে টাইব্রেকারে পরাজিত স্পেন, ফাইনালে মানচিনির ইতালি

article banner

দুরন্ত লড়াই, ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো গোল, এক্সট্রা টাইম, টাইব্রেকার- এই সবই তো ফুটবলের ভক্তরা চায় সেমিফাইনাল ম্যাচ থেকে। আর এই সবকটিই একসাথে ফুটবলপ্রেমীদের উপহার দিয়েছে ইউরো কাপের প্রথম সেমিফাইনাল। নব্বই মিনিটের মূলপর্বের খেলা, অতিরিক্ত সময়ের খেলা এবং টাইব্রেকারের পর জয়লাভ করেছে মানচিনির ইতালি। দুরন্ত লড়াই শেষে জয়ের দাবিদার হয়েও ম্যাচে পরজিত হয়েছে স্পেন। বেলজিয়ামের পর ইতালির স্বপ্নের দৌড় থামাতে ব্যার্থ এরিনকে-র স্পেনও। 
{link}

যদিও এদিন খেলার শুরুতেই চমক দিয়েছিল স্পেন। ইতালির পজিশন ফুটবলের পাশা পালটে দিয়েছিল লুই এরিনকের খেলোয়াড়েরা। ম্যাচে শুরু থেকেই দাপট দেখাতে শুরু করে স্পেন। খেলা থেকে এই সময় হারিয়ে যাওয়া ইতালিই চোখে পড়েছে ফুটবল দর্শকদের। কোথায় পজিশন ফুটবল? কোথায় ইতালির দুরন্ত ফুটবল? মাঠ জুড়ে শুধুই স্পেনের দাপট। কিন্তু কাউন্টার অ্যাটাকে হলেও স্পেনের ডিফেন্সে আতঙ্ক ছড়াতে থামেননি চেইসারা। আক্রমন প্রতি আক্রমনের মাঝেই গোলশুন্য ভাবে শেষ হয়  প্রথমার্ধের খেলা। 
{link}

দ্বিতীয়ার্ধেও সেই একই ছবি। কিন্তু চমক ছিল অন্য যায়গায়। ৬০ মিনিটের মাথায় স্পেনের ডিফেন্সের ক্লিয়ার করা দুর্বল বল অনবদ্য দক্ষতার সাথে জালে জড়িয়ে দেন চেইসা। ম্যাচে লিড ন্যায় ইতালি। গোল খাওয়ার পর আক্রমণের গতি বাড়ায় স্পেন। কিন্তু গোল আর হচ্ছিল না কিছুতে। গোলের দরজা খোলে ৮০ মিনিটে, ম্যাচে দুরন্ত ছন্দে খেলতে থাকা ড্যানি ওলমোর পাশ থেকে গোল করে ম্যাচে নিজের দলকে সমতায় ফেরান পরিবর্ত হিসেবে নামা আলভারো মোরাতা। ১-১ স্কোরলাইনে শেষ হয় খেলা। 
অতিরিক্ত সময়ের শেষে টাইব্রেকারে ফাইনালের রাস্তা নিশ্চিত করে মানচিনির ইতালি। ৪-২ গোলে টাইব্রেকারে জয়লাভ করে তারা। 

কথাতেই আছে, রাখে হরি মারে কে! এখানেও অনেকটা সেইরকমই। দুরন্ত এক স্পেল চলছে ইতালির জন্য। বর্তমানে টানা ৩৩টি ম্যাচ অপরাজিত তারা। ফাইনালে ইংল্যান্ড কিংবা ডেনমার্কের মুখোমুখি হবে ইতালি। ইতিহাস কি গড়তে পারবেন চিয়েলিনি, বনুচ্চিরা?

{ads}

news sports football Euro 2020 Italy Spain Italy vs Spain International খেলা ফুটবল ইউরো ২০২০ ইতালি

Last Updated :