header banner

আজ ইউরোয় নিজেদের দৌড় শুরু তিন হেভিওয়েটের

article banner

আজ নিজেদের কাপ অভিযান শুরু করতে চলেছে ইউরো কাপের তিন সর্ব শক্তিশালী দল, ফ্রান্স, জার্মানি ও পর্তুগাল। আজ প্রথমে ভারতীয় সময় সাড়ে নটার সময় পর্তুগাল মুখোমুখী হবে হাঙ্গেরির। এবং রাত সড়ে বারোটায় ফ্রান্স মুখোমুখী হবে জার্মানির। ফ্রান্স শেষবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ান ও অন্যদিকে পর্তুগাল ইউরো।আর জার্মানি বরাবরই বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দল হিসেবে পরিচিত। আজ ফ্রান্স ও জার্মানির লড়াই বিশ্বের ফুটবলপ্রেমী মানুষদের কাছে অবশ্যই আকর্ষনের বিষয় হবে। 

{link}
ইউরো কাপের এফ গ্রুপটিকে এবারে গ্রুপ অফ ডেথ নাম দেওয়া হয়েছে কারন এই গ্রুপেই বর্তমানে ইউরোপের সবচেয়ে শক্তিশালী তিন দল রয়েছে জার্মানি, পর্তুগাল ও ফ্রান্স। সেই দিক থেকে দেখতে গেলে আজ কিছুটা সহজ প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে নামবে পর্তুগাল। অন্যদিকে প্রথম ম্যাচেই বড়ো পরীক্ষা হবে জার্মানি ও ফ্রান্সের। জার্মানির মাঝমাঠ এই মুহূর্তে অন্যতম শ্রেষ্ঠ মাঝমাট, কিমিক, গুন্দোয়ান-এর মতো খেলোয়াড় অবশ্যই বড়ো ভরসা জার্মানির। চিন্তা থাকবে কিছুটা হলেও আক্রমনভাগ নিয়ে। অন্যদিকে ফ্রান্সের দলে আক্রমনভাগে রয়েছেন গ্রিজম্যান, এমবাপের মতো খেলোয়াড়। লড়াই যে জমাটি হতে চলেছে তা আলাদা করে বলে দেওয়ার প্রয়োহন নেই। 
{ads}

sports football international news France Germany Portugal Euro 2020 Christiano Ronaldo খেলা ফুটবল

Last Updated :