header banner

সুইজারল্যান্ডের দুরন্ত লড়াইয়ের সামনে পরাজয় ফ্রান্সের, ইউরোয় দৌড় শেষ বিশ্ব চাম্পিয়ানদের

article banner

সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। কেন যে বিশ্বের অধিকাংশ মানুষ ফুটবলকে বিশ্বের শ্রেষ্ঠ খেলা বলে বর্ননা করে থাকেন, তা আজ আরও একবার প্রমানিত হল। অসামান্য লড়াই, হার না মানা মানসিকতা সবে মিলে তৈরি হল ইতিহাস। ইউরো কাপের ইতিহাসের অন্যতম সেরা ম্যাচে বর্তমানে বিশ্ব চাম্পিয়ান ফ্রান্সকে হারিয়ে ইউরো কাপের শেষ আটে খেলার যোগ্যতা অর্জন করল সুইজারল্যান্ড। ট্রাইব্রেকারে তারা ৫-৪ গোলে পরাজিত করেছে কিলিয়ান এমবাপে দের। 

{link}

খেলার শুরুটাও হয়েছিল নাটকিয় ভাবেই। ম্যাচের ১৫ মিনিটেই সেফেরোভিচের করা দুরন্ত হেডে ১-০ গোলে এগিয়ে যায় সুইজারল্যান্ড। ১-০ ফলাফলেই শেষ হয় প্রথমার্ধ। ম্যাচের ৫৫ মিনিটের মাথায় সুইজারল্যান্ডের পেনাল্টি আটকে দেন হুগো লরিস। তারপরেই জোড়া গোল করেন বেঞ্জেমা। এখান থেকেই ম্যাচ জয় প্রায় নিশ্চিত ফ্রান্সের বলে ধরে নিয়েছিলেন অনেকে। ৮১ মিনিটে এক গোলের ব্যাবধান কমায় সুইজারল্যান্ড। গোলদাতা সেই সেফেরোভিচ। ৯০ মিনিটে গেভরানোভিচের গোলে ম্যাচে দুরন্ত ও অবিশ্বাস্য কামব্যাক ঘটায় সুইজারল্যান্ড। অতিরিক্ত সময়ের শেষের দিকে কোমানের শট ক্রসবারে লেগে ফিরে আসে। খেলা অতিরিক্ত সময় থেক গড়ায় টাইব্রেকারে। সেইখানেই বাজিমাত করে সুইসরা। টাইব্রেকারে এমবাপের শট আটকে দেন সুইস গোলকিপার সোম্যান। ইতিহাস গড়ে শেষ আটে ওঠে সুইজারল্যান্ড।

{link}

প্রথমে শেষবারের চ্যাম্পিয়ান পর্তুগাল। আজ বিশ্বকাপ চ্যাম্পিয়ান ফ্রান্স। পর পর দুই বিশ্ব চ্যাম্পিয়ান দল বিদায় নিল ইউরো কাপের লড়াই থেকে। এতোটা চমকপ্রদ ইউরো কাপ বোধহয় এর আগে মানুষ দেখেনি। ফুটবল এই জন্যেই এতোটা আনপ্রেডিক্টেবল। 

{ads}

Sports football news euro cup 2020 France Switzerland France vs Switzerland খেলা ফুটবল ইউরো কাপ ফ্রান্স

Last Updated :