header banner

শেষ চার ম্যাচে জয় অধরা, ব্যার্থতার দায় কাঁধে নিয়ে পদত্যাগ এটিকে মোহনবাগান কোচ হাবাসের

article banner

দুরন্ত ছন্দে শুরু করলেও হঠাতই ছন্দপতন। প্রথম দুই ম্যাচের পরে লিগ টেবিলে শীর্ষে থাকা দলের অবস্থান গিয়ে পৌঁছায় কার্যত শেষের দিকে। শেষ চার ম্যাচে জয় অধরা। আইএসএল-এ রীতিমতো টলতে শুরু করেছে সবুজ মেরুন নৌকা। অবস্থা এমন যে আদৌ শেষ চারে পৌঁছানো সম্ভব হবে কি না, সেই নিয়েই উঠতে শুরু করে প্রশ্ন। এতসব কিছুর মধ্যে এহেন পতনের দায় কার? এই সমস্ত দায় মাথায় নিয়ে আজ শনিবার সকালে হঠাতই পদত্যাগ করলেন এটিকে মোহনবাগান কোচ আন্তোনিও লোপেজ হাবাস।

{link}
সূত্রের থেকে পাওয়া খবর অনুযাই ব্যর্থতার দায়ভার কাঁধে নিয়ে এটিকে মোহনবাগানের ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে হাবাস নিজেই পদত্যাগের ইচ্ছে প্রকাশ করেন। এরপরই শোনা যায়, স্প্যানিশ কোচ ম্যানেজমেন্টের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দেন তিনি। এটিকে মোহনবাগানের তরফে যা গ্রহণও করা হয়েছে। অর্থাৎ, আইএসএল মঞ্চ থেকে এবারের মতো দলের সঙ্গে সম্পর্কে ইতি ঘটল হাবাসের। যার ফলে রীতিমতো সবুজ মেরুনের আসন্ন ভবিষ্যত কি এই নিয়ে রীতিমতো শঙ্কায় সমর্থক সহ টিম ম্যানেজমেন্ট। 

{link}

আইএসএল-এর ইতিহাসে অন্যতম সফল কোচেদের মধ্যে একজন হাবাস। কারন এটিকের হয়ে প্রথমবার আয়োজিত আইএসএল ট্রফি তিনিই প্রথম কলকাতায় এনেছিলেন। তারপরেও দলকে আরও একবার সেমিফাইনাল পর্যন্ত ও ট্রফিও এনে দিয়েছিলেন তিনি। শেষবার মোহনবাগানকেও লিগ ও চ্যাম্পিয়ানশিপ রানার্স করার পিছনে বিরাট অবদান রয়েছে তার। এবারে শুরুতেও এই স্বপ্নের মতো দৌড় শুরু হলেও মাঝে এই ছন্দপতন। এখন প্রশ্ন উঠছে কে নেবেন এটিকে মোহনবাগান-এর মতো এহেন হেভিওয়েট দলের দায়িত্ব? বাইরের দেশের কোন কোচ হলে তাকে আগে এসে ১৫ দিন থাকতে হবে কোয়ারান্টাইনে। সেক্ষেত্রে প্রধান কোচ ছাড়াই মাঠে নামতে হবে বুমোস ও কৃষ্ণাদের। বাস্তবিক ভাবেই যা অনেকটাই চিন্তার বিষয়। সব দিক থেকে বর্তমান সময়ে একথা স্পষ্ট যে কঠিন সময় কাটছে সবুজ মেরুন শিবিরের। কী হবে লিগে ভবিষ্যৎ? প্রশ্ন সমর্থকদের মধ্যেও। 
{ads}

news sports football ISL ATK Mohun Bagan coach Antonio Lopez Habas resigned ATKMB India খেলা এটিকে মোহনবাগান সংবাদ

Last Updated :