header banner

বেলজিয়ামকে হারিয়ে ইউরোর শেষ চারে ইতালি, মানচিনির দলের খেলায় মুগ্ধ ফুটবল বিশ্ব

article banner

ইতালির এই ফুটবলের তারিফ না করে পারা যায় না। অধিকাংশ ফুটবল সমর্থকদের বর্তমানে প্রতিক্রিয়া এটাই। বেলজিয়ামের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ দল কে পরাস্ত করে ইউরো কাপের সেমিফাইনালে রবার্তো মানচিনির ছেলেরা। খেলার শেষে যোগ্য দল হিসেবেই ২-১ গোলে জয়লাভ করেছে তারা। যদিও খেলায় লড়াই হয়েছে সমানে সমানে। 

{link}

বেলজিয়াম বনাম ইতালির খেলা শুরু হতেই বোঝা যায় যে কি দুরন্ত এক লড়াইয়ের সাক্ষী থাকতে চলেছে ক্রীড়াপ্রেমীরা। শুরু থেকেই অত্যন্ত দ্রুত গতিতে শুরু হয় দুই দলের লড়াই। ম্যাচের তিনটি গোলই হয়েছে প্রথমার্ধে। যদিও প্রথম ৩১ মিনিটে হওয়া গোলের আগেই লিড পেতে পারত ইতালি। খেলা শুরুর কিছুক্ষনের মধ্যেই বানুচ্চির করা গোল বাতিল হয় অফসাইডের কারনে। ৩১ মিনিটের মাথায় গোল পায় ইতালি। গোল করে খেলার স্কোর ১-০ করেন ব্যারেল্লা। এই সময় অনেক বেশি সঙ্ঘবদ্ধ দেখাচ্ছিল ইতালিকে। ম্যাচের ৪৪ মিনিটে নিখুঁত দক্ষতায় বক্সের বাইরে থেকে নেওয়া শটে খেলার স্কোর ২-০ করেন ইনসিনিয়া। ডিফেন্ডারদের মধ্যে থাকা শট নেওয়ার ফাঁকা যায়গা ব্যাবহার করতে ভুল করেননি তিনি। কিন্তু প্রথমার্ধেই আরও বাকি ছিল নাটকিয়তার। অতিরিক্ত সময়ে পেনাল্টি পায় বেলজিয়াম। গোল করতে ভুল করেননি লুকাকু। খেলস্য দুরন্ত প্রত্যাবর্তন ঘটায় রেড ডেভিলসরা। ২-১ গোলেই শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধে বেলজিয়ামের কাছে বেশ কয়েকটি সুযোগ এলেও তার বেশিরভাগই আটকে যায় ইতালির ডিফেন্সের কাছে। আর কিছু গোল একটুর জন্য হয়েও হয়ে ওঠে না। শেষ পর্যন্ত ২-১ স্কোরলাইনেই শেষ হয় খেলা। 

{link}

২০১৮ বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে ব্যার্থ হয়েছিল ইতালি। চোখের জলে মাঠ ছেড়েছিলেন বুফন। সেই সময় এখন অতীত। ইতালির ফুটবলে নবজাগরণ ঘটিয়ে এক নতুন দল গড়ে তুলেছেন রবার্তো মানচিনি। ইউরো কাপ জয় করার থেকে আর মাত্র দুই পা দূরে তারা। সেমিফাইনালে ইতালি মুখোমুখি হবে স্পেনের। এখন সব লড়াইয়ে জয়লাভ করে ট্রফি হাতে তুলতে পারবে কি ইতালির এই তরুন ফূটবল দল? যদি তারা এটা করেও দেখায়, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না।

{ads}

news sports football Italy Italy vs Belgium Belgium Euro Cup 2029 Roberto Mancini International খেলা ফুটবল ইউরো ২০২০ ইতালি

Last Updated :