header banner

পরাজিত চেক রিপাবলিক, ইতিহাস গড়ে ইউরোর সেমিফাইনালে ডেনমার্ক

article banner

দুরন্ত লড়াই শেষে নিজেদের ইউরো কাপের সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে ফেলল ডেনমার্ক। অন্যদিকে নেদারল্যান্ডস-এর বিরুদ্ধে জয়লাভ করে যে দল তাদের ইউরো কাপের শেষ আটে খেলার যোগ্যতা অর্জন করেছিল সেই চেক রিপাবলিকের দৌড় শেষ হল প্রতিযোগিতায়। নির্ধারিত সময়ের খেলার শেষে ২-১ জয়লাভ করে ক্যাসপাসের ডেনমার্ক। কিন্তু টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার দিনেও রেকর্ড করে গেলেন চেক স্ট্রাইকার পিটার স্রিক। বর্তমানে ইউরো ২০২০ তে তিনি ও রোনাল্ডো ইউরোর সর্বোচ্চ গোলদাতার তালিকায় যুগ্মভাবে অবস্থান করছেন।

{link}

খেলা শুরুর ৫ মিনিটের মাথাতেই গোল পেয়ে যায় ডেনমার্ক। থমাস ডিলেইনির গোলে এগিয়ে যায় ডেনমার্ক। শুরু থেকেই অনেক বেশি আত্মবিশ্বাসী দেখাচ্ছিল ড্যানিশ ফুটবলারদের। পাশিং থেকে শুরু থেকে আক্রমন সবেতেই অনেক সঙ্ঘবদ্ধ দেখাচ্ছিল লাল-সাদা ব্রিগেডকে। প্রথমদিকে চেক রিপাবলিক প্রতি আক্রমন গড়লেও গোলের মুখ খুলতে ব্যার্থ হয় তারা। কিন্তু দ্বিতীয়ার্ধের শেষের দিকে ফের সাফল্য পায় ডেনমার্ক। ৪২ মিনিটে দ্বিতীয়বারের জন্য ডেনমার্কের গোলের জালে বল জড়িয়ে দেন ক্যাসপার ডোলবার্গ। দ্বিতীয়ার্ধে শুরুতেই পিটার স্রিক একটি গোল শোধ করেন চেক রিপাবলিকের হয়ে। কিন্তু শেষ পর্যন্ত দ্বিতীয়বার ডেনমার্কের গোলের মুখ খুলতে ব্যার্থ হয় তারা। 

{link}

প্রথম ম্যাচে অঘটন, দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় এরিকসেন এর দুর্ঘটনা। ডেনমার্কের কাছে পরজয়, পরাজয় আসে বেলজিয়ামের বিরুদ্ধেও। এই সমস্ত বাঁধা অতিক্রম করে আজ ইতিহাস গড়ে ডেনমার্কের দল ইউরোর সেমিফাইনালে। তাদের এই উত্থান, হার না মানা মনোভাব, লড়াই এখানেই তো ফুটবলের সৌন্দর্য। এটাই তো ফুটবল।

{ads}

news sports football Euro 2020 Denmark Czech Republic Quarter Final semi final খেলা ফুটবল ইউরো কাপ ২০২০

Last Updated :