header banner

আজ থেকে শুরু ইউরোর শেষ ১৬-র লড়াই, প্রথম ম্যাচে মুখোমুখি ওয়েলস ও ডেনমার্ক

article banner

আজ থেকে ইউরোয় শুরু শেষ ১৬-র লড়াই। গ্রুপ পর্বের লড়াইয়ের পর মোট ৬টি গ্রুপ থেকে যে ১৬টি টি দল নক আউট পর্বের যোগ্যতা অর্জন করেছে তারা লড়াই করবে শেষ আটে পৌঁছানোর জন্য। সেই দিক থেকে লক্ষ্য করলে আজ থেকে মূল পর্বের লড়াই শুরু হল ইউরোপের জাতীয় দলগুলির।

{link}
আজ রাউন্ড অফ সিক্সটিনের প্রথম ম্যাচে মুখোমুখি ওয়েলস ও ডেনমার্ক। দুই দলই অসাধারন খেলা দেখিয়েছে গ্রুপ পর্বে। ওয়েলস শেষ ষোলোয় খেলার যোগ্যতা অর্জন করেছে একটি ম্যাচ ড্র, একটি পরাজয় ও একটি জয়ের মাধ্যমে। গ্যারেথ বেল-এর টিম দ্বিতীয় স্থানে শেষ করেছে গ্রুপ-এ তে। অন্যদিকে ডেনমার্ক প্রথম ম্যাচে এরিকসন-এর আঘাতপ্রাপ্ত হওয়ার কারনে বিপুল মনোবলে আঘাত পেলেও। পরবর্তী ম্যাচে দুরন্ত লড়াই করে তারা। কিন্তু জয় আসেনি বেলজিয়ামের বিরুদ্ধে। শেষ ম্যাচে অনবদ্য লড়াইয়ের মাধ্যমে তারা রাশিয়াকে হারিয়ে শেষ ১৬-এ খেলার যোগ্যতা অর্জন করে। এই ম্যাচটির লড়াই অন্যতম কঠিন লড়াই হয়ে উঠে পারে, শেষ পর্যন্ত কে জয়লাভ করতে পারে তাই দেখার বিষয়। যদিও অনেকটাই লড়াইয়ে এগিয়ে থাকবে ওয়েলস বলে বিশেষজ্ঞদের মতামত। 

{link}
রাত সাড়ে বারোটায় মানচিনির দুরন্ত ফর্মে থাকা ইতালি মুখোমুখি হবে ডেভিড আলাবার অস্ট্রিয়ার। এই ম্যাচ সহজেই জয়লাভ করার সম্ভাবনা রয়েছে ইতালির। 
{ads}

news sports International Euro Cup 2020 round of 16 Italy Denmark Wales Denmark vs Wales খেলা ইউরো কাপ ফুটবল

Last Updated :