header banner

নদীয়ায় ফুটবল খেলতে খেলতেই মৃত্যু তরুন প্রতিভাবান ফুটবলারের, শোকের ছায়া ক্রীড়ামহলে

article banner

মর্মান্তিক দৃশ্যের সাক্ষি মাঠ। ফুটবল খেলতে খেলতে মৃত্যু হল এক ফুটবলারের। মৃত ফুটবলারের নাম দেবজ্যোতি ঘোষ, বয়স আনুমানিক ২৬ বছর। ঘটনাটি ঘটেছে নদীয়ার ধুবুলিয়া থানার বেলপুকুর এলাকায়। জানা যায় নদিয়ার কৃষ্ণনগরের চৌরাস্তা সুকুল রোডের বাসিন্দা ধ্রুবজ্যোতি ঘোষ। ছোট থেকেই ফুটবলের প্রতি ছিল বিপুল আগ্রহ। ফুটবলের প্রতি ভালোবাসাই তাকে কলকাতায় পৌঁছে দিয়েছিল। 

{link}
জানা যায় কয়েক দিন আগেই ইস্টবেঙ্গলের দ্বিতীয় টিমে খেলার জন্য চুক্তি করেছিলেন তিনি। এলাকাতেও ভীষণ প্রতিভাবান ফুটবলার হিসেবেই পরিচিত ওই যুবক। কলকাতাতে ইস্টার্ন রেলের হয়ে খেলত সে। নগরে নিজের ক্লাবের হয়ে একটি টুর্নামেন্ট খেলার জন্য এদিন বাড়ি এসেছিল। গতকাল ছিল ধুবুলিয়া পাড়ায় ওই ফুটবল টুর্নামেন্ট। সেখানে নবদ্বীপের একটি টিমের বিপক্ষে সেমি ফাইনাল খেলছিল দেবজ্যোতি। ফুটবল খেলতে খেলতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। মেডিকেল টিম প্রাথমিক চিকিৎসা করার পর ধুবুলিয়া হাসপাতালে তাকে নিয়ে যায়। চিকিৎসকরা অবস্থার অবনতি দেখে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করে। শক্তিনগর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এরপরই কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। শোকের ছায়া নেমে আসে ফুটবলের মাঠে। কৃষ্ণনগর ক্লাবের ফুটবল কোচ পার্থ বিশ্বাস বলেন, ছোট থেকেই দেবজ্যোতির ফুটবলের প্রতি খুব শ্রদ্ধা ছিল। কিভাবে ওর বাড়ির লোককে সামলাবো সেটাই বুঝে উঠতে পারছিনা। স্বাভাবিক ভাবেই এহেন তরুন উঠতি প্রতিভার প্রয়ানে শোকের ছায়া নেমেছে মাঠ জুড়ে। 
 

news sports football footballer death Dhubulia on field death West Bengal India খেলা ফুটবল

Last Updated :