header banner

টানা ১৬ ম্যাচ অপরাজিত, প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে আর্জেন্টিনা

article banner

 প্যারাগুয়ের বিরুদ্ধে ১-০ গোলে কষ্টার্জিত জয়, সেই জয়ের হাত ধরেই কোপা আমেরিকার শেষ আটে উঠল আর্জেন্টিনা। যদিও সেই জয় এলো কষ্টার্জিত ভাবেই। মঙ্গলবার সকালের ম্যাচে জয় দিয়ে এক ম্যাচ বাকি থাকতেই তারা শেষ আটে খেলার যোগ্যতা অর্জন করে ফেলেছে। বর্তমানে তিনটি ম্যাচের মধ্যে দুটিতে জয় ও একটি ড্র করে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ বি-এর শীর্ষে লিওনেল মেসির দল। 

{link}
প্যারাগুয়ের বিরুদ্ধে ম্যাচে শুরুটা ভালোই করেছিল নীল-সাদা ব্রিগেড। অনেকদিন পরে মাঠে শুরু থেকেই আগুয়েরো, মেসি ও দি মারিয়া-র কম্বিনেশনে আক্রমনভাগ নিয়ে দল সাজিয়েছিলেন কোচ স্কালোনি। ম্যাচের প্রথম দিকে দুরন্ত পাসিং-এ অসাধারন ফুটবল খেলছিলেন দি মারিয়ারা। মেসির বাড়ানো বল দি মারিয়া রিসিভ করে বক্সের ডান দিকের কর্নার থেকে পাস বাড়ান আলেজান্দ্রো দারিও গোমেজ-কে। সেই বলকেই ম্যাচের ১০ মিনিটে নিখুঁত দক্ষতায় জালে জড়িয়ে দেন তিনি। দ্বিতীয়ার্ধের শেষে প্যারাগুয়ের হওয়া একটি আত্মঘাতি গোল বাতিল হয় অফসাইডের কারনে। 

{link}
কিন্তু দ্বিতীয়ার্ধের শুরু থেকেই খেলা থেকে হারিয়ে যায় আর্জেন্টিনা। বল পজিশনেরও দখল নিয়ে ন্যায় প্যারাগুয়ে। গোল পাওয়ার পর কাউন্টার অ্যাটাকিং ফর্মেশনে শিফট করলেও প্রতি-আক্রমন তুলে আনতে ব্যার্থ হয় নীল-সাদা ব্রিগেড। ম্যাচে একদমই ছন্দে পাওয়া যায়নি লিওনেল মেসি কে। যদিও গোলের পিছনে তার একটা বড়ো অবদান ছিল। একইভাবে ছন্দে দেখা যায়নি আগুয়েরো কেও। ডি মারিয়ার প্রদর্শন এক্ষেত্রে দল কে আশা জাগাবে। সব মিলিয়ে টুর্নামেন্টের শুরুটা খুব একটা ভালো না হলেও বর্তমানে টানা ১৬ টি ম্যাচ অপরাজিত ক্সালোনির আর্জেন্টিনা। এবারের কোপায় ট্রফির খরা মেসিরা কাটিয়ে উঠতে পারেন কি না, তাই দেখার বিষয়। 
{ads}

news sports football international Argentina Paraguay Argentina vs Paraguay Copa America Lionel Messi Messi খেলা ফুটবল আর্জেন্টিনা

Last Updated :