header banner

শুরু হল 'দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ', উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করলেন মনপ্রীত-মেরি

article banner

অবশেষে প্রতীক্ষার অবসান। করোনা আবহে এক বছর পিছিয়ে গিয়ে অবশেষে শুরু হল ‘দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ’। টোকিও-এ বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হল টোকিও অলিম্পিক ২০২১। যার মধ্যে ভারতীয় ক্রীড়াপ্রেমীদের নজর কাড়লেন ভারতীয় প্রতিযোগীরা। পূর্ব হওয়া ঘোষণা মতোই দেশের শুক্রবার পতাকা বইলেন মনপ্রীত সিং এবং মেরি কম। 


করোনার (Covid-19) দাপটের কথা মাথায় রেখে উদ্বোধনী অনুষ্ঠানে গ্রেট ব্রিটেন-সহ বেশ কিছু দেশ অ্যাথলিটদের উপস্থিতির সংখ্যা বিপুল ভাবে কমিয়েছে। একই পথে হেঁটেছে ভারতও (India)। প্রতিযোগী ও স্টাফ মিলিয়ে উদ্বোধনে হাজির হয়েছিলেন মাত্র ২৫ জন ভারতীয়। এমনিতেই করোনা আতঙ্কে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে সেইভাবে প্রতি বছরের ন্যায় বিশেষ জাঁকজমক লক্ষ্য করা গেল না। সেই যে উত্তেজনা আবেগের জোয়ার তার এক বিপুল অভাব লক্ষ্য করল বিশ্ববাসী। 

{link}
তবে আলোর রোশনাইয়েই ভরে উঠল টোকিও ন্যাশনাল স্টেডিয়াম। আর তার মধ্যে নীল ব্লেজার চাপিয়ে হাতে পতাকা নিয়ে ২১ নম্বর দেশ হিসেবে মঞ্চে পৌঁছন ভারতীয় হকি দলের অধিনায়ক মনপ্রীত সিং, তার সঙ্গী ছিলেন ভারতের গর্ব, বক্সার মেরি কম। টোকিওয় ভারতীয় মহিলা অ্যাথলিটরা নজর কাড়লেন ঘিয়ে রঙের চুড়িদারে।


উল্লেখযোগ্যভাবে অলিম্পিক শুরুর আগেই একাধিক অ্যাথলিট কোভিডে আক্রান্ত হয়েছেন! তাই অতিমারীর কথা মাথায় রেখে দর্শকশূন্য স্টেডিয়ামেই হল উদ্বোধনী অনুষ্ঠান। যে দর্শকের ঢেউ চোখে পড়ে প্রতি অলিম্পিকে তা কার্যত এবার ছিল শূন্যতায় ভরা। নামী অতিথিরা ছিলেন হাজারেরও কম। তবে উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে মাঠের বাইরের পরিবেশ বেশ উত্তপ্ত হয়ে ওঠে। শেষ ছয় মাসে বৃহস্পতিবারই টোকিওতে দৈনিক সংক্রমিত সংখ্যা ছিল সর্বাধিক। তাই অলিম্পিক বন্ধের দাবিতে রাস্তায় নামেন স্থানীয়রা। এখন সব বাঁধা কাটিয়ে শান্তিপূর্ন ও বিঘ্নহীন ভাবে অলিম্পিক সম্পন্ন হোক তাই চাইছেন বিশ্বের সমস্ত ক্রীড়াপ্রেমীরা। সবাই সুস্থভাবে খেলা সম্পূর্ন করে ঘরে ফিরে আসুক, তাই চাইছেন মানুষ। 
{ads}

news sports international Olympics Tokyo Olympics 2021 Merry Kom Manprit Singh India সংবাদ খেলা অলিম্পিক্স

Last Updated :