header banner

মেসির অনবদ্য ফ্রিকিকেও স্ট্রাইকারদের ব্যার্থতার কারনে জয় অধরা আর্জেন্টিনার

article banner

গতকাল রাতে নিজেদের কোপা আমেরিকা অভিযান শুরু করল আর্জেন্টিনা। ফ্রিকিকে মেসির অনবদ্য গোলের সৌজন্যেও চিলির বিরুদ্ধ জয় অধরাই রইল তাদের। ৯০ মিনিটের পর খেলা শেষ হয় ১-১ স্কোরে। যার ফলে মূলত আমেরিকার এই দুই হেভিওয়েট দল নিজেদের দৌড় শুরু করল ড্র-এর মধ্যে দিয়ে। 

{link}

গতকাল আর্জেন্টিনা বনাম চিলির ম্যাচ শুরু হওয়ার পূর্বে একটি বিশেষ আয়োজনের মাধ্যমে দিয়োগো মারাদোনার প্রতি সন্মাননা ঞ্জাপন করা হয়। তারপর শুরু হয় খেলা। গতকাল দুই দলই দল সাজিয়েছিলেন ৪-৩-৩ ফর্মেশনে। স্কালোনি নিকোলাস গঞ্জালেজ, লাউতারো মার্টিনেজ ও লিওনেল মেসি কে সামনে রেখে দল সাজিয়েছিলেন। ম্যাচের প্রথম দিকে নিজেদের বল পজিশন ধরে রেখেছিল চিলি। তারপর আক্রমন প্রতি আক্রমনে খেলা জমে ওঠে। ম্যাচের ৩৩ মিনিটে দুরন্ত বাঁক খাওয়ানো শটে চিলির গোলরক্ষক ক্লাদিও ব্রাভো কে পরাস্ত করেন মেসি। ১-০ স্কোরে শেষ হয় প্রথমার্ধের খেলা। 

{link}

দ্বিতীয়ার্ধে শুরু থেকেই চাপ বাড়াতে শুরু করে চিলি। ৫৫ মিনিটের মাথায় বক্সে চিলির আর্তুরো ভিদালকে ফাউল করার কারনে ভার প্রযুক্তির সাহায্য নিয়ে পেনাল্টি দেন রেফারি। ভিদালের নেওয়া প্রথম শট আর্জেন্টিনার গোলরক্ষক সেভ দিয়ে দিলেও রিবাউন্ড হয়ে আসা বল হেড দিয়ে জালে জড়িয়ে দেন এদুয়ার্দো ভার্গাস। সেই গোলের সুবাদেই খেলায় সমতা ফেরায় চিলি। শেষের দিকে দি মারিয়াকে সাবস্টিটিউট করে মাঠে আনলে খেলায় গতি বাড়ায় আর্জেন্টিনা, কিন্তু সবশেষে জয়সূচক গোল আনতে ব্যার্থই হয় স্কালোনির দল। 

চিলির বিরুদ্ধে শেষ বিশব কাপ কোয়ালিফায়ারের ম্যাচেও ২-০ গোলে এগিয়ে গিয়ে ২-২ ড্র করেছিল আর্জেন্টিনা। এবারেও সেই একই চিত্র। একাধিক সুবর্ন সুযোগ মিস করেন লাউতারো মার্টিনেজ থেকে শুরু করে নিকোলাস গঞ্জালেজ। সেই একাধিক সুযোগ নষ্ট করার কারনেই ম্যাচে পয়েন্ট নষ্ট করতে হল তাদের।

{ads}

Argentina Argentina vs Chili Copa America Messi Lionel Messi Messi freekick news football sports international খেলা ফুটবল মেসি আর্জেন্টিনা সংবাদ

Last Updated :