header banner

পুরোনো ছন্দে বার্সা

article banner

চ্যাম্পিয়্যান্স লিগে জয়ের মুখ দেখল বার্সেলোনা। দেম্বেলে এবং মেসির গোলে বুধবার রাতে অ্যাওয়ে ম্যাচে জয়লাভ করল রোনাল্ড কোম্যানের দল। খেলার ১৪ মিনিটেই দেম্বেলের বক্সের বাইরে থেকে নেওয়া শট জুভেন্তাসের প্লেয়ার চেইসার পায়ে লেগে ডিফ্লেকটেড হয়ে জড়িয়ে যায় জালে।ম্যাচের শেষের দিকে অ্যাডেড টাইমে পেনাল্টি থেকে গোল করেন মেসি।
বহু আকাঙ্খিত মেসি বনাম রোনাল্ডো দ্বৈরথ দেখা না গেলেও বুধবার রাতে খেলা ছিল বেশ জমাটি।ম্যাচে কোম্যান ও পির্লো দুই কোচই দল সাজিয়েছিলন ৪-২-৩-১ ফর্মেশনে। শেষ ম্যাচে লাল কার্ড থাকায় পিকের যায়াগায় বার্সেলোনার ডিফেন্সে খেলেন আরাউহো।কুটিনহোরও ছিল চোট কিন্তু সব প্রতিকূলতা ছাপিয়েই ম্যাচে জয়লাভ করেছে বার্সা।দেম্বেলে মেসি ও গ্রিজম্যানের মাঝেই মাঠের মধ্যে নজর কেড়েছে বার্সেলোনার তরুন প্রতিভা পেদ্রি।মাঠে তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।ম্যাচের ৮৫ মিনিটে লালকার্ড দেখেন জুভেন্তাসের ডিফেন্ডার দেমিরাল।শেষদিকে ফাতিকে বক্সের মধ্যে ফাউল করায় পেনাল্টি পায় বার্সা।অন্যদিকে ম্যাচে আলভারো মোরাতার করা তিনিটি গোল বাতিল হয়ে যায়।ভি-এ-আর প্রযুক্তি যে বর্তমান সময়ের ফুটবলে কতোটা প্রভাব বিস্তার করেছে ও সেটা ঠিক কতোটা গুরুত্বপূর্ন তা আরো একবার বোঝা গেল এই ম্যাচে।
{ads}
 

sports football Champions League Barcelona Juventus Messi Ronaldo Internaional Barcelona vs Juventus Allienz Arena Ronald Koman Andrea Pirlo

Last Updated :