header banner

বুধবার হাওড়া জেলায় শুরু হল সারা ভারত খেতমজুর ইউনিয়নের সর্বভারতীয় ১০ম সম্মেলন

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: বুধবার হাওড়া জেলার শরৎ সদনে শুরু হল সারা ভারত খেতমজুর ইউনিয়নের সর্বভারতীয় ১০ম সম্মেলন। সম্মেলন চলবে ১৮ই ফেব্রুয়ারি পর্যন্ত। প্রসঙ্গত প্রথমবার, পশ্চিমবঙ্গ তথা হাওড়ায় শরৎ সদনে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন। এই সর্বভারতীয় সম্মেলনকে সামনে রেখে গত কয়েকদিন ধরে সর্বাত্মক প্রচার কর্মসূচি নিয়েছিল বাম নেতৃত্ব। বুধবার সকাল থেকেই শরৎ সদনে দলের নেতা কর্মীরা উপস্থিত হয়েছেন। ইতিমধ্যেই এসে হাজির হয়েছেন বিমান বসু সহ অন্যান্য নেতৃবৃন্দ। 

{link}
সূত্রের খবর, সম্মেলনের সমাপ্তি দিবসের আগের দিন ১৭ ফেব্রুয়ারি হাওড়ার বিজয়ানন্দ পার্কে হবে প্রকাশ্য সমাবেশ। কেরলের মুখ্যমন্ত্রী সহ এই রাজ্যের বাম নেতৃত্ব সেখানে হাজির থাকবেন। কেরলের মুখ্যমন্ত্রীই ১০ম সর্বভারতীয় খেতমজুর ইউনিয়নের সম্মেলনের প্রধান বক্তা। উল্লেখ্য, এই প্রথমবার পশ্চিমবঙ্গের মাটিতে সারা ভারত খেতমজুর ইউনিয়নের জাতীয় সম্মেলন হাওড়ার শরৎ সদনে অনুষ্ঠিত হতে চলেছে। যা নিয়ে উৎসাহ ও উদ্দীপনা তুঙ্গে বাম কর্মী-সমর্থকদের। প্রথম দিনেই অনেকটা সেই ছবি স্পষ্টতই চোখে পড়েছে সম্মেলন চত্বরে। 
{ads}

news Howrah West Bengal CPIM সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article