নিজস্ব সংবাদদাতা, দক্ষিন ২৪ পরগনা: পঞ্চায়েত নির্বাচনের আগে বোমা আতঙ্ক পিছু ছাড়া তো দূর বরঞ্চ বাড়তে থাকা সময়ের সাথে আরও চেপে বসছে স্থানীয় মানুষদের উপর। তার একটি বড়ো কারন বোমা বিস্ফোরণ কিংবা উদ্ধার হওয়া, দুটি ঘটনার একটিও থামার কোন লক্ষণ নেই। বুধবার উত্তর ২৪ পরগনার অশোকনগরের ১৫ নম্বর ওয়ার্ডের পল্লী সংঘ খেলার মাঠের পাশের গলি থেকে উদ্ধার হল ১১ টি তাজা বোমা। এলাকায় ব্যাগ ভর্তি বোমা দেখে আতঙ্কিত স্থানীয় মানুষ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় অশোকনগর থানায় এর পড়ে অশোকনগর থানার পুলিশ-বোম স্কোয়াড-এর কর্মীদের সঙ্গে নিয়ে এক জায়গা থেকে ব্যাগ ভর্তি ১০ টি বোমা এবং ঠিক কিছুটা দূরে পল্লিসংঘ মাঠের অন্য প্রান্ত থেকে উদ্ধার হয় আরও একটি তাজা বোমা। সাত সকালে ১১ টি তাজা বোম উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
{link}
যে সকল স্থানীয় মানুষদের বাড়ির সামনে থেকে বোমা উদ্ধার হয়েছে তাদের মধ্যে রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে। বাড়ির সামনে থেকে এক ব্যাগ ভর্তি বোমা উদ্ধার হলে আতঙ্কিত হওয়াই স্বাভাবিক। যদিও এহেন শিরোনাম কার্যত বর্তমান সময়ে দক্ষিন ২৪ পরগনা জেলার মানুষের কাছে নিত্য বিষয় হয়ে উঠেছে। তা থেকে রেহাই পাবেন কবে? আদৌ রেহাই মিলবে কি কোনদিন? প্রশাসনের নিষ্ক্রিয়তা দেখে প্রশ্ন তুলছেন স্থানীয়েরা।
{ads}