header banner

হাওড়া ষ্টেশনে উদ্ধার নগদ ১১ লক্ষ টাকা ও প্রায় ১৪ লক্ষ টাকার সোনার গহনা, গ্রেফতার ১

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: মঙ্গলবার হাওড়া ষ্টেশনে আরপিএফ এর হাতে ধৃত এক ব্যাক্তি। উদ্ধার নগদ ১১ লক্ষ ও বেশ কিছু সোনার জিনিস, যার বর্তমান বাজার মূল্য প্রায় ১৪ লক্ষ টাকা। আরপিএফ সূত্রে খবর, মঙ্গলবার সকাল ৮:৪০ মিনিট নাগাৎ সিপিডিএস এর টীম হাওড়া স্টেশনে নজরদারি চালানোর সময় এক ব্যক্তিকে ৮ নম্বর প্লাটফর্মের শেষের দিকে সন্দেহজনক অবস্থা দেখতে পায়। তার হাবভাব দেখে সন্দেহ হওয়ায় তাকে জেরা করে পুলিশ। পুলিশি জিজ্ঞাসাবাদ থেকে জানা যায় সন্দেহভাজন ব্যক্তির নাম ভিকি কুমার। তিনি ঝাড়খণ্ডের গীরিডির বাসিন্দা। 

{link}
সন্দেহের কারনে এরপরেই তার সঙ্গে থাকা ব্যাগ খুলে দেখাতে বলা হয়। ব্যাগ খুলতেই বিপুল পরিমাণে নগদ টাকা ও বেশ কিছু সোনার তৈরি জিনিস পাওয়া যায়। তৎক্ষণাৎ সেই ব্যক্তিকে যাবতীয় জিনিসের বৈধ কাগজপত্র দেখাতে বলা হয়। কোন রকম বৈধ কাগজপত্র না দেখাতে পারায় রাজ্য আয়কর কর্তৃপক্ষের কলকাতা আধিকারিকদের খবর দেওয়া হয়। আধিকারিকরা এলে তাদের হাতে নগদ অর্থ ও জিনিসপত্র সহ ওই ব্যক্তিকে তুলে দেওয়া হয়। বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। 
{ads}

news Howrah Station arrest gold money সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article