header banner

রাজ্যের মেধা তালিকায় ১২ জন পরিক্ষার্থী, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের বিপুল সাফল্য মাধ্যমিকে

article banner

সুদেষ্ণা মন্ডল , দক্ষিণ ২৪ পরগনা: শুক্রবার সকালে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। তবে দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রথম দশে জায়গা করে নিয়েছে ১৩ জন পরীক্ষার্থী। তার মধ্যে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ১২ জন পরীক্ষার্থী প্রথম দশের তালিকায় স্থান পেয়েছে। অন্য একটি ক্যানিং ও আরেকটি কাকদ্বীপ। তবে গত বছরের তুলনায় এ বছরের পরীক্ষার্থী বেশ খানিকটা কম হয়েছে। 

{link}

এ বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল গত ২৩ ফেব্রুয়ারি ৭৫ দিনের মাথায় ফল প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ  মধ্যশিক্ষা পর্ষদ। তবে এ বছর মাধ্যমিক পরীক্ষায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন খুব ভালো ফল করেছে। যা জেলার মধ্যে মোট ১৩ জন র‍্যাঙ্ক করেছে তারমধ্যে ১২ জনই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের। চতুর্থ হয়েছেন অনীশ বারুই, ষষ্ঠ হয়েছেব অনীক বারুই, আরেক যুগ্ম ষষ্ঠ সুতীর্থ পাল, সপ্তম অদৃজ গুপ্ত, অষ্টম শিবম মন্ডল, মোট তিনজন নবম স্থান দখল করেছেন তারা হলেন দেবজ্যোতি ভট্টাচার্য, আরিয়ান গোস্বামী, অর্কপ্রভ জানা এছাড়া দশম স্থানে আছেন শমীক মাহাত, সাগ্নিক মন্ডল, রফিত রানা লস্কর ও রুদ্রবীল দাস। প্রধান শিক্ষক স্বামী ইষ্টেশানন্দ জানান তিনি রেজাল্টে খুশি। তারা একটু অন্যরকমভাবে ছাত্রদের শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেন। এবারও বেশকিছু ব্যবস্থা নেওয়া হয়েছে তাতেই এই সাফল্য বলে জানান তিনি। এই ভালো ফল প্রকাশ করা ছাত্রছাত্রীরা তারা জানিয়েছেন কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার আবার কেউ বা বিজ্ঞানী হতে চায়। সবার জন্যই রইল শুভকামনা।

{ads}

news Madhyamik Result Narendrapur Ramkrishna Mission South 24 Paragana সংবাদ

Last Updated :