header banner

ক্যানিং-এ গভীর রাতে ভয়াবহ আগুনে ভস্মীভূত ১২টি দোকান, লক্ষাধিক টাকা ক্ষতি

article banner

সুদেষ্ণা মন্ডল, ক্যানিং: গভীর রাতে রাস্তার ধারের অস্থায়ী দোকানে ভয়াবহ আগুন। আগুনের গ্রাসে ভস্মীভূত হয়ে যায় বারোটি দোকান। কয়েক লক্ষ টাকা জিনিসপত্র ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার ক্যানিং বাজারের ব্রিজ রোড এলাকায়। আনুমানিক প্রায় রাত দেড়টা নাগাদ আগুন লাগে সেখানে। তারপর দাউ দাউ করে সেই আগুন জ্বলতে থাকে। বাঁশ প্লাস্টিক কাঠ দিয়ে কাঠামো বানানো থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এরপর স্থানীয় মানুষজন প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু আগুনের তীব্রতা বেশি থাকায় তা নেভানো সম্ভব হয়নি। ইতিমধ্যেই খবর দেওয়া হয় দমকলকে। খবর দেওয়া হয় ক্যানিং থানার পুলিশ কেউ। দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলের একটি ইঞ্জিন প্রায় ঘন্টাখানেক এর চেষ্টায় আগুন নিভিয়ে ফেলে।

{link}
মূলত শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড বলে প্রাথমিক তদন্তে দমকলের অনুমান। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশও। উল্লেখ্য এই এলাকায় একইভাবে এর আগেও একাধিকবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বারবার কি করে এখানে আগুন লাগে তা গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে। প্রায় ২০ থেকে ২৫ লক্ষ টাকা এই আগুন লাগার কারণে ক্ষতি হয়েছে বলেছে জানাচ্ছেন ব্যবসায়ীরা। আগুনের গ্রাসে চলে গিয়েছে মজুত থাকা অধিকাংশ পদার্থই। যার ফলে লোকসানের কারনে মাথায় হাত পড়েছে ক্ষতিগ্রস্ত দোকানের মালিকদের। 
{ads}

news Canning fire shop South 24 Paragana West Bengal সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article