header banner

Panihati : গঙ্গাস্নানে নেমে ডুবে মৃত্যু ১২ বছরের ছাত্রের

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : এই মুহূর্তে গঙ্গে বেশ উত্তাল। স্বাভাবিক কারণেই গঙ্গাস্নান সাবধানে করতে হচ্ছে। পানিহাটির (Panihati) গঙ্গার ঘাটে স্নান করতে গিয়েই বিপত্তি, মৃত্যু হল বছর ১২-এর এক ছাত্রের। জানা গিয়েছে, পানিহাটির পি.বি. ঘাটে গঙ্গায় স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হয় স্থানীয় বছর বারোর আবদুল কাদিরের।

{link}

এ দিন তিন বন্ধু মিলে গঙ্গায় স্নান করতে আসে। স্নানের সময় হঠাৎ পা পিছলে গঙ্গার প্রবল স্রোতে ভেসে যায় কাদের। সেই দৃশ্য দেখে সঙ্গে থাকা বন্ধুরা দ্রুত বাড়িতে খবর দিলেও শেষ রক্ষা হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে খড়দহ থানার পুলিশ। তৎক্ষণাৎ ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু করা হয় গঙ্গায়। কয়েক ঘণ্টার চেষ্টায় উদ্ধার হয় কাদিরের মৃতদেহ।

{link}

ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। কামারহাটি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের  কাউন্সিলর আফসানা খাতুন জানান, বর্তমানে স্কুল ছুটি থাকায়, গঙ্গা পাড়ের মানুষদের কাছে আবেদন বাচ্চাদের দিকে বিশেষ খেয়াল রাখার। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনা এলাকায় শোকের ছায়া।

{ads}

News Breaking News Panihati Dead Student সংবাদ

Last Updated :