header banner

Karnataka : বাস দুর্ঘটনায় মৃত্যু হল ১৩ জনের

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : কর্নাটকে (Karnataka) বাস দুর্ঘটনায় মৃত্যু হল ১৩ জনের। যাত্রীবোঝাই বাসটি শুক্রবার ভোররাতে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা মারে বলে অভিযোগ। ওই বাসে ১৭ জন ছিলেন। কর্নাটকের বেলগাবী জেলায় তীর্থযাত্রায় গিয়েছিলেন তাঁরা। সেখান থেকে ফেরার পথে এই দুর্ঘটনা। চার জন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন (treatment)। তাঁদের অবস্থা আশঙ্কাজনক।

{link}

বেলগাবী (Belagavi) থেকে শিবমোগ্গার দিকে যাচ্ছিল পুণ্যার্থীদের ওই মিনি বাস। যাত্রীরা সকলেই ছিলেন শিবমোগ্গার (Shivamogga) বাসিন্দা। পুণে-বেঙ্গালুরু জাতীয় সড়কের (National highway) উপর দিয়ে যাওয়ার সময়ে গুণ্ডেনহল্লি ক্রসিংয়ে দুর্ঘটনাটি ঘটে। রাস্তার ধারে একটি ট্রাক দাঁড়িয়েছিল। ভোর ৩টে ৪৫ মিনিট নাগাদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেই ট্রাকে ধাক্কা মারে। তীব্র শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় বাসিন্দারা। তাঁরাই উদ্ধারকাজে হাত লাগান।

{link}

খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশও। তবে বাসের যাত্রীদের মধ্যে ১১ জনের মৃত্যু হয় ঘটনাস্থলেই। পরে হাসপাতালে আরও দু’জনের মৃত্যু হয়েছে। চার জন এখনও চিকিৎসাধীন। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। তবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, সারা রাত গাড়ি চালিয়ে সকালের দিকে ক্লান্ত হয়ে পড়েছিলেন চালক। ভোরবেলা স্টিয়ারিংয়ে হাত রেখেই সম্ভবত তিনি ঘুমিয়ে পড়েছিলেন। সেই কারণেই এই দুর্ঘটনা। 

{ads}

News Breaking News Karnataka Bus Accident Death Pilgrimage Hospital treatment Belagavi Shivamogga Bengaluru National highway crossing Truck Driver rescue Police steering wheel সংবাদ

Last Updated :