header banner

বাগুইআটি জোড়া খুনের ঘটনায় ধৃতদের ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন

article banner

নিজস্ব সংবাদদাতাঃ বাগুইআটি জোড়া খুনের ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া মোট ৪জন অভিযুক্তের মধ্যে তিনজন কে বুধবার বারাসত আদালতে নিয়ে আসা নিয়ে আসা হয়। জোড়া খুনের ঘটনায় পুলিশ তদন্ত নেমে খুনের ঘটনার দীর্ঘদিন পর মোট চার জনকে গ্রেফতার করে। গতকাল ১ জন অভিযুক্ত কে গ্রেফতার করে বারাসাত আদালতে পাঠানোর পর আজ আরও ৩ অভিযুক্ত কে বারাসাত আদালতে নিয়ে আসা হয়। জানা গেছে তিন অভিযুক্ত বিরুদ্ধে ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানাবে বাগুইআটি থানার পুলিশ। ধৃতেরা হলেন, মহম্মদ শামীম আলী(২০), সাহিল মোল্লা(৩২), দিব্যেন্দু দাস(২৯)। 

{link}
গত মাসের ২২ তারিখে বাগুইআটির জগতপুর খাল ধারের বাসিন্দা দুই ছাত্র বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। এরপরেই তাদের পরিবারের কাছে এক কোটি টাকার মুক্তিপন চেয়ে মেসেজ আসে। তারপরেই পরিবারে তরফে বাগুইআটি থানায় অভিযোগ জানানো হয়। অভিযোগ, পুলিশ কোন রকম ভাবেই সাহায্য করেনি। নিখোঁজ ছাত্রদের দেহ উদ্ধার হওয়ার পর পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মৃতের পরিবার থেকে স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, পুলিশ যথাযথ ব্যবস্থা নিলে ছাত্রদের পাওয়া যেত। এভাবে মাধ্যমিক পরীক্ষার ছাত্রের মৃত্যুর খবর মিলত না। সেই নিয়েই বর্তমানে উত্তাল রাজ্য রাজনীতি। পুলিশের বিরুদ্ধে দলদাস হয়ে ওঠার অভিযোগ তুলে প্রতিবাদে অবতীর্ন হয়েছে রাজ্যের বিরোধী সমস্ত দল। 
{ads}

news crime Baguihati Murder police West Bengal সংবাদ

Last Updated :