header banner

ফুটবল ও মিস্টি প্রেমের অদ্ভুত কম্বিনেশন, হাওড়ায় মিষ্টির দোকানে ক্ষীরের মেসি

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: বাঙালি ও ফুটবল, এই প্রেম কার্যত অন্তহীন। বাঙালির ফুটবলপ্রীতি যে কি বিশাল, তার আপক্ষিক সর্ববৃহৎ প্রমান মেলে ফুটবল বিশ্বকাপের সময় এলে। অলি-গলি ছেয়ে যায় আর্জেন্টিনা, ব্রাজিল সহ একাধিক দলের পতাকায়। মোড়ে মোড়ে চোখে পড়ে মেসি, নেইমার রোনাল্ডোর বিশাল বিশাল কাটআউট। এবার সেই বিশ্বকাপের আবেগের পরশ বাঙালির আর এক সাধের জিনিস, মিষ্টিতেও। কঠিন প্রতিপক্ষ ক্রোয়েশিয়ার সঙ্গে আর্জেন্টিনার হাই ভোল্টেজ সেমিফাইনাল। সেই জয়ের পর হাওড়ায় আর্জেন্টিনার সমর্থকরা চান মেসির হাত ধরেই যেন দীর্ঘদিনের খরা কাটিয়ে প্রিয় দল আর্জেন্টিনা বিশ্বকাপ জয় করে। সেই আশাতেই হাওড়ার এক মিস্টির দোকানে তৈরি ১৫ কেজির ক্ষীরের মেসি মিষ্টি!!

{link}
ব্রাজিল, পর্তুগাল, জার্মানি, স্পেন একে একে অনেক প্রিয় দল এবার বিশ্বকাপের আসর থেকে বিদায় নিয়েছে। তাই আর্জেন্টিনার সমর্থকরা চান মেসিই যেন এবার ট্রফি নিয়ে রোজারিও ফিরে যান। সেই আশা নিয়েই হাওড়ার নেতাজী সুভাষ রোডের "মা গন্ধেশ্বরী সুইটস" সেমিফাইনালের আগে বানিয়ে ফেলেছে ক্ষীরের তৈরি মেসির মূর্তি। এরই সঙ্গে বানানো হয়েছে আর্জেন্টিনার জার্সির রঙে রসগোল্লা, সন্দেশ। তৈরি হয়েছে বিশ্বকাপের আদলে সন্দেশ, আর্জেন্টিনার জার্সির আদলে সন্দেশ, ফুটবলের আকারে সন্দেশ সহ নানা স্বাদের মিষ্টি। মেসি ভক্তদের জন্যই এই মেসির ক্ষীরের মূর্তি উৎসর্গ করা হয়েছে। ১৫ কেজি ক্ষীর দিয়ে বানানো হয়েছে এই মূর্তি। মিষ্টি কিনতে এসে যা দেখে কার্যত চোখ কপালে উঠছে ক্রেতাদের। আর গাল জুড়ে হাঁসি ফুঁটে উঠছে আর্জেন্টিনা সমর্থকদের মুখে। 
{ads}

news Football FIFA World Cup Messi Argentina সংবাদ

Last Updated :