header banner

বালির খামার পাড়ায় পুকুরে বিষ মিশিয়ে দেওয়ার কারনে ১৬টি হাঁসের মৃত্যু

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: পুকুরের জলে বিষ মেশানোর কারণে হাওড়ার বালির খামার পাড়ায় ১৬ টি হাঁসের মৃত্যু। যে ঘটনার কারনে কার্যত বর্তমানে ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষ। যে বা যারা এই ষড়যন্ত্রে জড়িত তাদের শাস্তির দাবি উঠেছে। ওই পুকুরে বিষক্রিয়ায় শনিবার থেকে রবিবার সকাল পর্যন্ত রাজহাঁস সহ মোট ১৬ টি হাঁসের মৃত্যু ঘটেছে। প্রচুর  হাঁস বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েছে। বালির পি কে গাঙ্গুলি রোড ও খামার পাড়ার এই ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়েছে। 

{link}
যিনি এই হাঁসগুলোর প্রতিপালন করেন হাঁসগুলোর মৃত্যুতে তারও এখন সর্বস্বান্ত অবস্থা। এই পুকুরের জল ব্যবহার করেন এলাকার বাসিন্দারাও। তারাও দোষীর শাস্তি দাবি করছেন। হাঁসের মালিক প্রণব ঘোষ জানান, পুকুরে বিষক্রিয়া করায় এই ঘটনা ঘটেছে। পুকুরের জলে বিষ দেওয়া হয়েছে আগে জানা গেলে এতগুলো নিরীহ প্রাণীর মৃত্যু ঘটতো না। এই ঘটনার পর থেকে এলাকার মানুষজন পুকুরের জল ব্যবহার করতেই এখন আতঙ্কিত হয়ে পড়েছেন। অবিলম্বে যে এই ঘটনা ঘটিয়েছে তার শাস্তির দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি অভিযোগ জানানো হয়েছে বালি থানাতেও। সম্পূর্ন ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ। মানুষ খুনের চরমতম শাস্তি হয়, অবলা প্রানীর হত্যাকারীর শাস্তি হবে কি? 
{ads}

news Bally West Bengal Crime Howrah সংবাদ

Last Updated :