header banner

পূর্ব বর্ধমানের রায়নায় গুলি চালানোর ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার ২

article banner

নিজস্ব সংবাদদাতা, বর্ধমান: পূর্ব বর্ধমানের রায়নায় গুলি চালানোর ঘটনায় দু'জনকে গ্রেফতার পুলিশ । ধৃতদের নাম তরুণ  রায় ও হেমন্ত মাঝি।তাদেরকে শুক্রবার বর্ধমান জেলা আদালতে পেশ করে পুলিশ। রায়নার শুকুর গ্রামের বাজারে বুধবার  গভীর রাতে  গুলিবিদ্ধ হয় দুই তৃণমূল কর্মী। সম্পর্কে তারা দু'জনে বাবা ও ছেলে। ছেলের নাম মৃগাঙ্ক সিং ওরফে লালন এবং তার বাবার নাম বাদল সিং। এদিন দুজন অভিযুক্তকে আদালতের তোলার সময় এক অভিযুক্ত বলেন আমাকে ফাঁসানো হয়েছে।

{link}
রায়না ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি বামদেব মণ্ডল বৃহস্পতিবার  জানান; গত বিধানসভা নির্বাচনে বিজেপির ধারবাহিকা আক্রমণের মুখে এই মৃগাঙ্ক সিং দলের হয়ে লড়াই করেছিল। তাদের লড়াইতেই হিজলনা অঞ্চলে সংগঠন ধরে রাখা সম্ভব হয়। তার জেরেই এবারের বিধানসভার ভোটে জেতে শাসকদল। তার অভিযোগ, সৌমেন রায় নামে এক ব্যক্তি এলাকায় দলের ক্ষতি করতে চাইছে। সে গত ভোটে বিজেপি প্রার্থীর হয়ে কাজ করেছে। কিছুদিন আগে  অজ্ঞাত কারো হাত ধরে সে দলে আসে। তিনি কিছু জানেন না।  তার অভিযোগ দলের সক্রিয় কর্মীদের বিরুদ্ধে ওই সৌমেন অপপ্রচার করে দলের ক্ষতি করছে। বুধবার  সৌমেন রায়, হেমন্ত মাঝি, তরুণ রায়ের নেতৃত্বে মৃগাঙ্কের উপর আক্রমণ হয়। তাকে মারধর করা হয়। এর পরে থানায় এফ আই এর করা হয়। এরপরে রাত নটা কুড়ি নাগাদ বাজারে ওষুধ কিনতে গেলে তাদের উপর গুলি চালানো হয়। এতে মৃগাঙ্ক সিং এবং তার বাবা বাদল সিং এর পায়ে গুলিবিদ্ধ হন। তাদের রাতেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়।তারপর ঘটনার তদন্তে নেমে পুলিশ এই দুই ব্যাক্তিকে গ্রেফতার করেছে। 
{ads}

news Burdwan Crime West Bengal সংবাদ

Last Updated :