header banner

পুনরায় রাষ্ট্র বিরোধী কার্যকলাপের অভিযোগে কলকাতা পুলিশের এস টি এফের জালে হাওড়ার ২ যুবক

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: আবারও রাষ্ট্র বিরোধী কার্যকলাপের অভিযোগে কলকাতা পুলিশের এস টি এফের জালে হাওড়া ২ যুবক। জঙ্গি সংগঠনের সাথে যোগসূত্র থাকার সন্দেহে তাদের গ্রেফতার করা হয়েছে। ধৃত দুই যুবকের নাম মোহাম্মদ সাদ্দাম ও সৈয়দ আহমেদ। একজন হাওড়া থানা এলাকার আফতাবউদ্দিন মুন্সি লেনের বাসিন্দা ও অন্যজন শিবপুরের গোলাম হোসেন লেনের বাসিন্দা। এই দুই যুবককে কলকাতা পুলিশের এসটিএফ খিদিরপুর থেকে গ্রেফতার করেছে বলেই জানা যাচ্ছে। 

{link}
স্থানীয় সূত্রে খবর, গতকাল রাতে কলকাতা পুলিশের বিশেষ দল ধৃত ওই দুই যুবককে তাদের বাড়িতে নিয়ে এসে তল্লাশি চালায়। ভোর রাত পর্যন্ত চলে তল্লাশি। ল্যাপটপ, মোবাইল বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করে তারা।এদিন তাদের কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে তোলা হবে বলেও জানাযায়। ধৃত ৫৫ নম্বর আফতাবুদ্দিন মুন্সি লেনের বাসিন্দা। পরিবারের লোকজন কোনো কথা বলতে চাইনি। প্রতিবেশীরা নাম বলতে পারছেন না। তবে জানা গিয়েছে, ধৃত মোঃ সাদ্দামের বাবার নাম মোকারাম মল্লিক।তিনি  অবসরপ্রাপ্ত রেল কর্মচারী। এক প্রতিবেশী রোশন আলি জানালেন, শুক্রবার রাতে সাদা পোশাকে পুলিশ এসে অভিযুক্তকে নিয়ে যায়। গত প্রায় ২৫ থেকে ৩০ বছর ধরে এলাকায় ৫ তলা আবাসনের ৩ তলার ফ্ল্যােটে থাকতো ধৃত। এলাকায় ভালো মানুষ হিসেবে পরিচিত ধৃত বছর ত্রিশের ওই যুবক। সে জঙ্গি সন্দেহে গ্রেফতার হতে পারে তা ভাবতেই পারছেন না এলাকার বাসিন্দারা।

{ads}

news Kolkata Police terrorist West Bengal সংবাদ

Last Updated :