header banner

বৃহস্পতিবার হাওড়ার মাজুতে লাইনচ্যুত লোকাল ট্রেনের ৩টি বগি, কোন হতাহতের খবর নেই

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: বৃহস্পতিবার সকালে হাওড়ায় দুর্ঘটনার কবলে লোকাল টেন। আজ সকালে হাওড়ার মাজুতে লোকাল ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। তবে এই দুর্ঘটনায় কোন হতাহতের খবর নেই। সূত্রের খবর, বৃহস্পতিবার বেলা ১২-৫০ মিনিট নাগাদ দক্ষিণ পূর্ব রেলের আমতা শাখার মাজু স্টেশন থেকে এক কিলোমিটার দূরে মাজু প্যাসেঞ্জার হল্টে আপ আমতা লোকালের তিনটি বগি লাইনচ্যুত হয়। এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে দাবি করা হয়েছে। রেল কতৃপক্ষের তরফ থেকে প্রকাশিত প্রেস রিলিজেও তাই লেখা হয়েছে।

{link}
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ট্রেনটি মহেন্দ্রলাল নগর থেকে ছেড়ে মাজু স্টেশনে ঢোকার মুখে দুর্ঘটনাটি ঘটে। তবে চালকের তৎপরতায় বড় সড় দুর্ঘটনা থেকে ট্রেনটি রেহাই পেয়েছে বলে মনে করছেন যাত্রীরা। তবে সকাল বা সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটলে কি হতো তার ভেবেই শিউরে‌ উঠছেন সকলে। খবর পেয়ে এদিন ঘটনাস্থলে ছুটে যান রেলের আধিকারিকরা। খোলা হয়েছে রেলের হেল্প ডেস্ক নম্বর।
{ads}

news Howrah Rail accident West Bengal সংবাদ

Last Updated :