header banner

পূর্ব মেদিনীপুরে বাজকুল থেকে গয়া বেড়াতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে বাস, মৃত ৩, আহত ২০

article banner

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ বাজকুল থেকে বিহারে গয়া বেড়াতে যাওয়ার পথে দুর্ঘটনায় কবলে বাস। মর্মান্তিক মৃত্যু বাসের চালক ও খালাসি সহ তিনজনের। দুর্ঘটনার কারনে গুরুতর জখম হয়েছেন আরও ২০ পুন্যার্থী। দুর্ঘটনাটি ঘটেছে সোমবার ভোররাতে বিহার ও ঝাড়খণ্ড রাজ্যের বর্ডারে হাজারিবাগ এলাকায়। মৃত বাসের চালক ও খালাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে বাসিন্দা বলে সূত্রের খবর। বাকি একজন পুন্যার্থী ভগবানপুর ২ ব্লকের বৃন্দাবনপুরে বাসিন্দা বলে জানা গেছে। সব রকমের সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। ২০ জনের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর বলে সূত্র মারফত জানাগেছে। 

{link}

সূত্রের খবর, ভগবানপুরে কাঁকড়াবাড়ি গ্রামের ঝাড়েশ্বর সামন্তের তত্ত্বাবধানে তমলুকের মালিকের লোকনাথ নামক একটি টুরিস্ট বাস পুণ্যার্থীদের নিয়ে রওনা দেন। রবিবার বিকেলে মোট ৭০ জন পূণ্যার্থীদের নিয়ে পূর্ব মেদিনীপুরে বাজকুল থেকে গয়াধাম রওনা দেয় বাসটি। ভোররাতে বিহার রাজ্যের বরকাটা থানার হাজারিবাগ এলাকায় বাসের সঙ্গে একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। দুমড়ে মুচড়ে যায় যাত্রীবাহী বাসটি। দুর্ঘটনার খবর পেয়ে খোঁজখবর নেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। তাদের সব রকমের চিকিৎসার ব্যবস্থা করেন। পাশাপাশি মৃতদেহ গুলি এদের পরিবারের হাতে তুলে দেওয়া যায় তার জন্য বিহার রাজ্যের পুলিশ আধিকারিকের সঙ্গে যোগাযোগ করেন। পাশাপাশি আহতদের যাতে দ্রুত রাজ্যে ফিরিয়ে এনে চিকিৎসা ব্যবস্থা করা হয় তার ব্যবস্থাও করা হয়েছে। ভগবানপুরে জেলা পরিষদের পূর্ত কর্মদক্ষ স্বপন দাস বলেন " রবিবার ভগবানপুরের প্রায় ৭০ জন  যাত্রী নিয়ে রওনা দিয়েছিল একটি বাস। বিহার ও ঝাড়খণ্ডে বর্ডারে দুর্ঘটনায় কবলে পড়ে। তিনজনের মৃত্যু হয়েছে বলে এখনো পর্যন্ত যা খবর পাচ্ছি। তাদের মধ্যে বাসের চালক ও খালাসি রয়েছে "। আহতদের দ্রুত চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলা ও রাজ্যে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে প্রশাসনের তরফে। 
{ads}

news East Midnapur Bajkul bus accident 3 dead 20 injured West Bengal সংবাদ

Last Updated :