header banner

উলুবেড়িয়ায় মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় মৃত্যু ৩ কিশোরের, গুরুতর আহত ১

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: উলুবেড়িয়ায় বৃহস্পতিবার রাতে মর্মান্তিক দুর্ঘটনা। লোকাল ট্রেনের ধাক্কায় তিন কিশোরের মৃত্যু হয়েছে, আহত আরও ১। পুলিশ দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত কিশোর কে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। মৃত কিশোরদের নাম হল শেখ আমিনুর মোল্লা, শেখ জসিম আলি এবং শেখ নাসিরউদ্দিন। মৃত কিশোররা প্রত্যেকে উলুবেড়িয়া থানার বহিরা গ্রাম পঞ্চায়েতের বড়ডাঙা এলাকার বাসিন্দা। তাদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। 

{link}
পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে উলুবেড়িয়া স্টেশনের উড়ালপুলের কাছে ডোমপাড়ায়। রেল পুলিশ সূত্রের খবর, চারজন কিশোর স্টেশন থেকে কিছুটা দূরে মিডল লাইনে পয়সা নিয়ে খেলা করছিল। সেই সময় হঠাৎই লোকাল ট্রেন চলে আসায় তিন কিশোর ঘটনাস্থলে কাটা পড়ে। তিনজনেরই মৃত্যু হয়।  মৃতদের বয়স ১২ থেকে ১৪ বছরের মধ্যে। একজন কিশোর ট্রেনের ধাক্কায় লাইনের পাশে ছিটকে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে উলুবেড়িয়া থানার পুলিশ এবং রেল পুলিশ। এই ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। দুর্ঘটনায় অন্য এক কিশোর গুরুতর আহত অবস্থায় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই চার কিশোর উড়ালপুলের কাছে রেলের মেন লাইনের উপর পয়সা রেখে পয়সা বড়ো করছিল। প্রথমবার রেল লাইনের উপরে পয়সা দিলেও ট্রেন চলে যাওয়ার পর পয়সা খুঁজে পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে খবর এরপর দ্বিতীয়বার তারা রেল লাইনের উপর পয়সা দিয়ে অপেক্ষা করার সময় মেন ও ডাউন লাইনে ট্রেন চলে আসায় ৪ কিশোর সরতে না পেরে ৪ জনেই ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে। ঘটনাস্থলেই ৩ কিশোরের মৃত্যু হয়। উলুবেড়িয়া জিআরপি মৃতদেহগুলি উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বলে জানা গেছে।
{ads}

news Howrah Train accident death teenager দুর্ঘটনা সংবাদ

Last Updated :