header banner

Barrackpore-Barasat route : ৩০০ গাছ আটকাল রাস্তা সম্প্রসারণ

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : উঃ ২৪ পরগনার একটি ব্যস্ততম রাস্তা বারাকপুর (Barrackpur)-বারাসাত (Barasat) রুট। প্রতিদিন এই রাস্তায় গাড়ির সংখ্যা বেড়েই চলেছে। কিন্তু রাস্তা সম্প্রসারণ করা যাচ্ছে না। পূর্ত দপ্তরের কাছে এটি চওড়া করার আবেদন জানান স্থানীয় বিধায়ক, পুরসভা এবং জনপ্রতিনিধিরা। পূর্তদপ্তর আবেদন মঞ্জুর করে। বর্তমানে রাস্তা সম্প্রসারণের ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে।

{link}

অন্যতম অন্তরায় হয়ে দাঁড়িয়েছে ৩০০টি গাছ। গাছগুলি বহু পুরনো। সেগুলি সরানো বা কাটা কার্যত অসম্ভব। পূর্তদপ্তর সূত্রে জানা গিয়েছে, বারাকপুরের ১৫ নম্বর রেল গেটে উড়ালপুলের কাছে লালকুঠি থেকে ওয়্যারলেস মোড় পর্যন্ত সম্প্রসারণ করা সম্ভব। কিন্তু ওয়্যারলেস মোড থেকে হেলাবটতলা পর্যন্ত ৩০০ বড় আকারের গাছ আছে। ফলে সম্প্রসারণ প্রক্রিয়া আটকে গিয়েছে। বর্তমানে রাস্তাটি চওড়ায় সাত মিটার। এই প্রস্থ বজায় রেখেই পেভার ব্লক বসিয়ে রাস্তা তৈরি করা হচ্ছে।

{link}

প্রথম পর্যায় বারাকপুরের লালকুঠি থেকে ওয়্যারলেস মোড় পর্যন্ত প্রায় কুড়ি কোটি টাকা আর পরবর্তী পর্যায় হেলাবটতলা পর্যন্ত প্রায় ১৪কোটি টাকা খরচ করে রাস্তাটি পোক্তভাবে করা হবে। কারণ এ পথে পণ্যবাহী ট্রাক চলাচল করে। কল্যাণী এক্সপ্রেসওয়ের সঙ্গে ১২ নম্বর জাতীয় সড়কের যোগাযোগের মাধ্যম হল বারাকপুর-বারাসত রোড। পূর্তদপ্তরের পরিকল্পনা অনুযায়ী, কিছুদিনের মধ্যে এ রাস্তার চেহারা বদলে যাবে। কিন্তু ওই ৩০০ প্রাচীন গাছের কি ব্যবস্থা করা হবে, তার সমাধান এখনও হয় নি।

{ads}

News Breaking News Barasat Barrackpur Barrackpore-Barasat route সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article