header banner

জেলায় ঘাঁটি গড়েছে ৩৫টি পরিযায়ী হাতি, বাঁকুড়া কি 'পছন্দের স্থান' হয়ে উঠছে গজরাজদের?

article banner

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া: গত কয়েক বছর ধরেই বাঁকুড়ায় শুরু হয়েছে হাতির উৎপাত। যার কারণে স্থানীয় বাসিন্দাদের দাবি দলমার দামালদের যেন 'অন্যতম পছন্দের জায়গা' হয়ে উঠেছে বাঁকুড়া। এই অবস্থায় যথেষ্ট আতঙ্কিত জঙ্গল লাগোয়া গ্রামের মানুষ। হাতির আক্রমণের ভয়ে প্রায় প্রত্যেকটি রাত না ঘুমিয়েই কাটাচ্ছেন গ্রামের বাসিন্দারা।

{link}

বন বিভাগ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, বাঁকুড়া জেলায় এই মুহূর্তে ৩৫ টি হাতি অবস্থান করছে। এর মধ্যে ২ টি শাবক সহ ১২ টি হাতির একটি দল বড়জোড়ার পাবয়া জঙ্গলে রয়েছে। অন্যদিকে নতুন করে আরও ২০ টি হাতি পশ্চিম মেদিনীপুর থেকে বাঁকুড়ার পাঞ্চেৎ বনবিভাগ হয়ে জয়পুর জঙ্গলে এসে পৌঁছেছে। বেশ কিছুদিন আগেই কংসাবতী নদী পেরিয়ে পাঞ্চেত বন বিভাগে ঢোকে একটি হাতির দল। পরে সোনামুখী হয়ে বড়জোড়ার পাবয়া জঙ্গলে পৌঁছানোর পর সেখানেই হাতির দলটি ঘাঁটি গড়েছিল বলে জানা যায়।

{link}

স্থানীয় এক বাসিন্দা বলেন, চলতি বছরে পর্যাপ্ত বৃষ্টির অভাবে চাষাবাদ ঠিকমতো হয়নি। তারপরেও যেটুকু রয়েছে সেগুলো হাতির হানায় যদি নষ্ট হয় তাহলে পথে বসা ছাড়া আর কোন রাস্তা নেই। তাই গ্রামের বাসিন্দারা হাতির হাত থেকে নিজেদের ফসল রক্ষা করার জন্য জায়গায় জায়গায় আগুন জ্বালিয়ে রেখে বিনিদ্র রাত কাটাচ্ছেন। তবে হাতির দল যদি এলাকায় ঢোকে তার জন্য বনকর্মীরা সর্বত্রই এলাকায় টহল দিচ্ছেন এমনটাই বন বিভাগ সূত্রের খবর।

 

news Elephant District Bankura Forest West Bengal সংবাদ

Last Updated :