header banner

বারুইপুরে প্রথা মেনে পালিত ৩৫০ বছরের পুরানো রথযাত্রা উৎসব

article banner

সুদেষ্ণা মন্ডল, বারুইপুর: মঙ্গলবার রথযাত্রার পুণ্যতিথি। পুরী তো বটেই, পশ্চিমবঙ্গের বহু প্রাচীন জগন্নাথ মন্দিরে মঙ্গলবার রথের উৎসব পালিত হয়েছে নিষ্ঠার সঙ্গে। করোনা ভাইরাসের কারণে বেশ কয়েক বছর ভক্তসমাগম নাহলেও ঐতিহ্য রক্ষার্থে পালিত হয়েছিলো রথযাত্রা। কলকাতায় ও তার আশেপাশে বহু প্রাচীন রথ রয়েছে । সেখানেও রীতিনীতি মেনে সকাল থেকে মহাপ্রভুর আরাধনা করা হয়েছে।দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর রায়চৌধুরী বাড়ির রথযাত্রা বঙ্গের খুব প্রাচীন এক রথযাত্রা। সেখানেও এদিন নিষ্ঠার সঙ্গে পালিত হল জগন্নাথের রথ যাত্রা। জমিদার রাজবল্লভ রায়চৌধুরীর সময় থেকেই এই রথযাত্রার সূত্রপাত । যা আজও সাড়ম্বরে পালিত হয়ে আসছে ।

{link}

জানা যায়, আজ থেকে প্রায় ৩৫০ বছর আগে রাজবল্লভ রায়চৌধুরী স্বপ্নাদেশে পেয়ে নিজের বাড়িতেই জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি প্রতিষ্ঠা করে রথযাত্রার সূচনা করেছিলেন । এক সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ও বেশ কিছুদিন এই বাড়িতেই এসে থেকেছিলেন। ‘দুর্গেশ নন্দিনী’ উপন্যাসের একটা বড় অংশ এই বাড়িতে বসে লেখা হয়েছিল বলেও কথিত আছে। এবছর করোনা মহামারীর দাপট আর নেই । তাই এবছর সাড়ম্বরে পালিত হচ্ছে ঐতিহ্যবাহী প্রাচীন এই রথযাত্রা। এই রথকে কেন্দ্র করেই রায়চৌধুরীদের রাস  ময়দানে বসে বিরাট মেলা ।চলে একমাস ধরে । প্রচুর দোকানপাট । কি নেই সেই মেলায় । বিক্রি হয় হরেক জিনিসপত্র । ছোটদের জন্য রয়েছে কাঠের তৈরী বিভিন্ন মাপের রথ , মাটির জগন্নাথ-বলরাম-সুভদ্রা ।ফুচকা-ঘুগনি-আইসক্রিম । বিশেষ করে খাবারের মধ্যে জিলিপি ও বাদামের দোকান বসে লাইন দিয়ে। এছাড়া বিশেষ উল্লেখযোগ্য লোহার , বেতের ও কাঠের তৈরি জিনিসপত্র ও প্রচুর ফল-ফুলের গাছের দোকান । রয়েছে রকমারি খেলনা , গৃহস্থালির জিনিসপত্রের দোকান । এছাড়া নাগোরদোলা , টয়ট্রেন , মিকিমাউস । জগন্নাথ ধাম পুরির রথ যাত্রা উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের সমাগম হয় জগন্নাথ ধামে । সেই রকমই বারুইপুরের রায়চৌধুরী বাড়ির রথ যাত্রার সমস্ত কিছু হয় পুরীর রথ যাত্রার রীতিনীতি মেনেই । বারুইপুর তো বটেই সোনারপুর , ভাঙর , বিষ্ণুপুর , সোনারপুর , কানিং , জয়নগর সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থী ও পুণ্যার্থীরা প্রতিবছর ছুটে আসেন বারুইপুরে জগন্নাথদেবের দর্শনের জন্য ।

{ads}

news Baruipur Rath Yatra West Bengal সংবাদ

Last Updated :