header banner

বিধানসভা অভিযান কর্মসূচিতে দীপ্সিতা সহ গ্রেফতার ৩৭, শিবপুর থানায় সুজন চক্রবর্তী

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: এসএফআই-এর বিধানসভা অভিযান কর্মসূচিতে হাওড়া স্টেশনে থেকে বাম নেত্রী দীপ্সিতা ধর সহ ৩৭ জন এসএফআই সমর্থককে শুক্রবার গ্রেফতার করেছিল হাওড়া সিটি পুলিশ। ধৃতদের সেখান থেকে নিয়ে যাওয়া হয় শিবপুর থানায়। এদিন বিকেলে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী শিবপুর থানায় আসেন। তিনি এই গ্রেফতারের কঠোর সমালোচনা করেন।

{link}

এই প্রসঙ্গে তিনি বলেন, রাজ্য সরকার ভয় পেয়েছে। তবে পুলিশ যতই বাধা দিক ওরা বিধানসভা অবধি পৌঁছে গেছে। এজন্য ওদের স্যালুট জানাই। বাংলার শিক্ষা বাঁচাতে এই নতুন ছেলেরা কাজ করবে। এদিকে, পুলিশ সূত্রের খবর, ৩৭ জন এসএফআই কর্মীকে থানা থেকে পার্সোনাল রিলিজ বন্ডে আজই ছেড়ে দেওয়া হবে। বামেদের আজকের এই অভিযান ঘিরে যে রীতিমতো সরগরম রাজ্য রাজনীতি তা স্পষ্ট। SFI-এর এই অভিযান কি সত্যিই ব্যাকফুটে নিয়ে চলে গেল তৃণমূল সরকার কে? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।

{ads}

news Howrah CPIM SFI West Bengal সংবাদ

Last Updated :