header banner

জয়নগরে মেলার আসরে গ্যাস বেলুনের সিলিণ্ডার ফেটে বিস্ফোরণ, মৃত ৪, আহত ১০

article banner

নিজস্ব সংবাদদাতা, দক্ষিন ২৪ পরগনা: অনুষ্ঠান উপলক্ষ্যে বসা মেলার আসরে গ্যাস বেলুনের সিলিণ্ডার ফেটে বিস্ফোরণ। মৃত ৪, আহত কমপক্ষে ১০ জন। জয়নগরের রাজাপুর-করাবেগ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাটরা গ্রামে রবিবার রাতে বসেছিল একটি অনুষ্ঠানের আসর। আর সেই অনুষ্ঠান উপলক্ষে রাস্তার ধারে ধারে বসেছিল হরেক রকম দোকান। তেমনি একটি গ্যাস বেলুনের সিলিন্ডার নিয়ে বসেছিল গ্যাস বেলুন বিক্রেতা মুচিরাম হালদার। সাড়ে ন'টা নাগাদ সিলিন্ডার বিস্ফোরণ  ঘটলে গুরুতর আহত হন জনা দশেকের বেশি যারা ওই  অনুষ্ঠান উপলক্ষে এসেছিল সেখানে। এই ঘটনায় কুতুব উদ্দিন মিস্ত্রি(৩৬),শাহিন মোল্লা(১৪), আবির গাজি ও গ্যাস বেলুন বিক্রেতা মুচিরাম হালদারের মৃত্যু হয়েছে।

{link}  

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় জয়নগর থানার আইসি রাকেশ চ্যাটার্জির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী।পাশাপাশি ঘটনাস্থল লাগোয়া বকুলতলা থানার পুলিশ কর্মীরাও। কারণ অনুষ্ঠান মঞ্চ ও সারি সারি দোকান বসে ছিল এই দু'টি থানা এলাকার মধ্যেইl ঘটনার কারনে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। এদিকে এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।

{ads}

news Jaynagar Death accident West Bengal সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article