header banner

সাইড রেলিং ভেঙে বঙ্কিম সেতু থেকে উদ্ধার ৪টি সদ্যজাত কুকুর ছানা

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: হাওড়ায় বঙ্কিম সেতুতে দীর্ঘক্ষণ আটকে থাকা ৪টি সদ্যো জাত কুকুর ছানাকে ব্রিজের সাইড রেলিং ভেঙে উদ্ধার করলো দমকল ও পুলিশ। সকাল থেকেই বঙ্কিম ব্রিজে পথ চলতি মানুষজন একটি কুকুর কে ব্রিজের রেলিং এর সামনে দাঁড়িয়ে চেঁচাতে দেখে। যা দেখে তিন স্কুল পড়ুয়ার কৌতুহল বাড়ে। তারা ব্রিজের রেলিং-এর  অপর দিকে উকি দিলে দেখতে পায় পাঁচিল ঘেরা সংকীর্ণ জায়গায় বেশ কয়েকটি সদ্যোজাত কুকুরছানা আটকে রয়েছে। তৎক্ষণাৎ তারা একটি স্বেচ্ছাসেবী সংগঠন কে খবর দিলে কিছু সময় পর সেখানে উপস্থিত হয় দমকল এবং পুলিশ কর্মীরা। এরপরেই বঙ্কিম সেতুর সেই রেলিংয়ের পাঁচিল ভেঙে অক্ষত অবস্থায় ছানা গুলিকে উদ্ধার করে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

{link}
স্কুলপড়ুয়াদের এই পদক্ষেপের কারনে বেঁচে গিয়েছে আর ৪টি সদ্যজাত অবলা প্রানীর প্রান। দমকলের তরফে জানানো হয়েছে, স্থানীয়দের সাহায্য নিয়েই এই কুকুরগুলিকে উদ্ধার করা সম্ভবপর হয়েছে। প্রথমে তারা এসে খুবই শোচনীয় অবস্থায় ওই কুকুর ছানাগুলিকে দেখতে পান। সেই কারনে অত্যন্ত সন্তর্পনে ও সতর্কতার মাধ্যমে তাদের উদ্ধারকাজ সম্পূর্ন করা হয়। 
{ads}

news Howrah Bankim Setu West Bengal সংবাদ

Last Updated :