header banner

জলমগ্ন নতুন পল্লীসহ ৪ থেকে ৫ টি গ্রাম, পচা জলে রোগের কবলে বিপর্যস্ত জনজীবন

article banner

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা: টানা বৃষ্টি না হলেও ছন্নছাড়া হালকা ও মাঝারি বৃষ্টির জেরেই মন্দিরবাজার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত লক্ষীকান্তপুর স্টেশন লাগোয়া নতুন পল্লীসহ ৪ থেকে ৫ টি গ্রাম জলমগ্ন। দীর্ঘ কয়েক বছর ধরে জল যন্ত্রণা ভোগ করে আসছে এই এলাকার মানুষ। স্থানীয় পঞ্চায়েত পঞ্চায়েত সভাপতি ভিডিও থেকে জেলা পরিষদ প্রত্যেকটা জায়গায় তারা দরবার করে কোন ফল হয়নি। সামান্য কয়েক প্রস্লা বৃষ্টিতে ডুবে থাকে এই এলাকা। আশেপাশে নোংরা আবর্জনার জল পচে গিয়ে এলাকার মানুষদের গায়ে বের হচ্ছে চর্মরোগ, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে জ্বর, পা পিছলে পড়ে গিয়ে মানুষ হাত পা ভাঙছে,  ভিজে যাচ্ছে স্কুলে যাওয়ার পোশাক, মানুষের জীবন যেন গৃহবন্দি অবস্থায়। 

{link}
দীর্ঘদিন ধরে এই একই অবস্থায় থাকার ফলে মানুষ ক্ষুব্ধ, জন্মেছে তাদের মনে ক্ষোভ। স্থানীয়দের অভিযোগ নেতারা ভোটের সময় আসেন ভোট নিয়ে যান প্রতিশ্রুতি দেন। ভোটের পরে আর আসেন না এলাকায়। ভুলে যান তাদের সমস্যার কথা। মানুষের ক্ষোভ স্থানীয় নেতাদের প্রতি, অবিলম্বে তারা এই জল যন্ত্রণা থেকে মুক্তি পেতে চান। স্থানীয় উপপ্রধান পুলক ভট্টাচার্য জানিয়েছেন বিজেপির একশ্রেণীর লোকের মদতে রেল কর্তৃপক্ষ তাদের রেলের রাস্তা কেটে জলপার হওয়ার ইনুমতি দিচ্ছে না। ইচ্ছাকৃতভাবে দু'বছর ধরে হাঁটার পর খাল সংস্কারের অনুমতি মেলায় খালকাটা কমপ্লিট। রাস্তা কেটে কালভার্ট করার অনুমতি এখন না পাওয়ার ফলে এই এলাকা জলমগ্ন। কালভার্টের জন্য টাকা পয়সা বরাদ্দ হয়ে আছে। রেল দপ্তরের অনুমতি পেলেই এই সমস্যার সমাধান হবে। রেল আর পঞ্চায়েতের এই টানাপোড়নে মানুষের জীবন কষ্টদায়ক হয়ে উঠেছে। এই দুর্যোগ থেকে কবে নিষ্কৃতি মিলবে সেই আশায় তাকিয়ে এলাকার মানুষ।
{ads}

news Waterlogging South 24 Paragana West Bengal Indian Railways সংবাদ

Last Updated :